Bengal BJP: সন্দেশখালি: বিজেপির অভিযানে জেলায় জেলায় উত্তেজনা, জ্বলল আগুন, উঠল জুতো

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 15, 2024 | 11:51 PM

Bengal BJP: সন্দেশখালির ইস্যুতে সরকারকে অল আউট নিশানা করে ময়দানে বিজেপি। সেখানেও দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ল। কোথাও জ্বলল টায়ার। কোথাও চলল ঝাঁটা নিয়ে বিক্ষোভ। জায়গায় জায়গায় ধরা পড়ল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চিত্র।

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের মুখে তপ্ত বাংলার রাজনীতি। সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূল সরকাকে নাগাড়ে বিঁধে যাচ্ছে বিরোধীরা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিটি জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সন্দেশখালির ইস্যুতে সরকারকে অল আউট নিশানা করে ময়দানে বিজেপি। সেখানেও দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ল। কোথাও জ্বলল টায়ার। কোথাও চলল ঝাঁটা নিয়ে বিক্ষোভ। জায়গায় জায়গায় ধরা পড়ল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চিত্র।

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

বিজেপির এসপি অফিস অভিযান ঠেকাতে বন্দোবস্তের কোনও খামতি রাখেনি পুলিশ প্রশাসনও। বিভিন্ন জেলায় পুলিশ সুপারের অফিসের বাইরে সারি সারি দিয়ে বসানো হয় ব্যারিকেড। কোথাও বাঁশের ব্যারিকেড। কোথাও আবার লোহার গার্ডরেল ঝালাই করে ব্যারিকেড। কোথাও তিনটি, কোথাও চারটি, কোথাও আরও বেশি। সব জেলায় এসপি অফিসের বাইরে প্রস্তুত রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছু জায়গায় জলকামানও তৈরি রাখা হয়েছিল।

বর্ধমানে চলল জলকামান

বর্ধমানে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করল পুলিশ। বর্ধমান টাউন হল চত্বর থেকে শুরু হয় বিজেপির মিছিল। এসপি অফিস পর্যন্ত যাওয়ার আগেই কার্জনগেটের কাছে বাধা পান বিজেপির কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। পর পর দুটি ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে বিজেপির মিছিল এগনোর চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি। আদালত চত্বরের রাস্তায় নেতাজি মূর্তির সামনে ফের ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামানও দাগে পুলিশ।

পুলিশের ব্যারিকেড, বিজেপির বিক্ষোভ

মেদিনীপুরে এসপি অফিস অভিযানে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। পুলিশ সুপার অফিসের সামনে বিজেপির মিছিলকে আটকে দেয় পুলিশ। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বাধা পেয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে আবার বারাসতেও এসপি অফিস অভিযানে ব্যারিকেড ভাঙার চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এসপি অফিসের বাইরে হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

বিজেপির বিক্ষোভ

কলকাতা: লোকসভা ভোটের মুখে তপ্ত বাংলার রাজনীতি। সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতিকে হাতিয়ার করে তৃণমূল সরকাকে নাগাড়ে বিঁধে যাচ্ছে বিরোধীরা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রতিটি জেলায় পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। সন্দেশখালির ইস্যুতে সরকারকে অল আউট নিশানা করে ময়দানে বিজেপি। সেখানেও দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়ল। কোথাও জ্বলল টায়ার। কোথাও চলল ঝাঁটা নিয়ে বিক্ষোভ। জায়গায় জায়গায় ধরা পড়ল পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধের চিত্র।

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

বিজেপির এসপি অফিস অভিযান ঠেকাতে বন্দোবস্তের কোনও খামতি রাখেনি পুলিশ প্রশাসনও। বিভিন্ন জেলায় পুলিশ সুপারের অফিসের বাইরে সারি সারি দিয়ে বসানো হয় ব্যারিকেড। কোথাও বাঁশের ব্যারিকেড। কোথাও আবার লোহার গার্ডরেল ঝালাই করে ব্যারিকেড। কোথাও তিনটি, কোথাও চারটি, কোথাও আরও বেশি। সব জেলায় এসপি অফিসের বাইরে প্রস্তুত রাখা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছু জায়গায় জলকামানও তৈরি রাখা হয়েছিল।

বর্ধমানে চলল জলকামান

বর্ধমানে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করল পুলিশ। বর্ধমান টাউন হল চত্বর থেকে শুরু হয় বিজেপির মিছিল। এসপি অফিস পর্যন্ত যাওয়ার আগেই কার্জনগেটের কাছে বাধা পান বিজেপির কর্মীরা। শুরু হয় ধস্তাধস্তি। পর পর দুটি ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে বিজেপির মিছিল এগনোর চেষ্টা করতেই শুরু হয় ধাক্কাধাক্কি। আদালত চত্বরের রাস্তায় নেতাজি মূর্তির সামনে ফের ব্যারিকেড করে মিছিল আটকায় পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামানও দাগে পুলিশ।

পুলিশের ব্যারিকেড, বিজেপির বিক্ষোভ

মেদিনীপুরে এসপি অফিস অভিযানে ঝাঁটা হাতে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। পুলিশ সুপার অফিসের সামনে বিজেপির মিছিলকে আটকে দেয় পুলিশ। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বাধা পেয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে আবার বারাসতেও এসপি অফিস অভিযানে ব্যারিকেড ভাঙার চেষ্টায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। এসপি অফিসের বাইরে হাতে জুতো নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

বিজেপির বিক্ষোভ

Next Article