কলকাতা : শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) বাড়িতে নৈশভোজের জন্য আমন্ত্রণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বাড়িতে ডেকে আপ্যায়ন করে খাইয়েছেন। আর তাই নিয়েই এবার মহারাজকে খোঁচা দিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Bapari)। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে বক্রোক্তি করে ফেসবুকে পোস্ট করলেন, “আলালের ঘরের দুলাল।” শাসক দলের বিধায়কের সেই ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ফেসবুকে তৃণমূল বিধায়ক লিখেছেন, “সৌরভকে নিয়ে আমার কোনও দিন তেমন কোনও উন্মাদনা কোনওকালে ছিল না। আলালের ঘরের দুলাল। ব্যাট দিয়ে ভাল বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ জাতি মানুষের কোনও হিত মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে। তাই সৌরভকে নিয়ে আমার কোনও আবেগ ছিল না।”
হঠাৎ কেন সৌরভের বিরুদ্ধে এমন মন্তব্য করলেন মনোরঞ্জন ব্যাপারী? সেই কারণও নিজের ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন তিনি। সেখান থেকেই স্পষ্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এভাবে বাড়ি ডেকে এনে ‘ভুরিভোজ’ করানোর বিষয়টি মোটেও খুব একটা ভাল মনে দেখছেন না বিধায়ক। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলার সৌরভ ভক্তদেরও তির্যক মন্তব্য করতে ছাড়েননি তিনি। লিখেছেন, “আজকে যখন সে এক চরম বাঙালি বিদ্বেষী বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী- বাংলা ভাগের চক্রান্তকারী ব্যাক্তিকে আদর আপ্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভুরিভোজ করায় – সৌরভকে নয়, যাঁরা তাঁকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাঁচে তাদের দেখে করুনা হয়।”
উল্লেখ্য, শুক্রবার সন্ধেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠান পর্ব শেষে বেহালায় বীরেন রায় রোডে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরাও। সেখানে প্রায় ৫০ মিনিট ছিলেন ‘মোদীর সেনাপতি’। সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর গুঞ্জন ছড়িয়েছে। প্রশ্ন জাগছে, সৌরভ কি তাহলে এবার প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখবেন?
যদিও এই সব জল্পনাকে আমল দিচ্ছেন না সৌরভ। তাঁর বক্তব্য, অনেক কিছু রটে। কিন্তু অমিত শাহর সঙ্গে তাঁর ২০০৮ সাল থেকে সম্পর্ক। অমিত শাহর ছেলের সঙ্গে তিনি কাজ করেন। বিষয়টি স্রেফ সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন সৌরভ। কিন্তু তাতেও গুঞ্জন থামছে না।