HMPV: HMP আক্রান্ত হয়েছিল শ্রেয়া পাণ্ডের ৬ বছরের মেয়েও,ভাইরাস নিয়ে কী বার্তা দিলেন ?

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 08, 2025 | 2:58 PM

HMPV: সংশ্লিষ্ট ভিডিয়ো বার্তায় শ্রেয়া বলেছেন, ১৫ই ডিসেম্বর থেকেই তাঁর সন্তানের শরীর ভাল ছিল না। বুকে কফ জমেছিল। খাবার খেতে চাইছিল না। তখনই সন্দেহ করেন শ্রেয়া। তাঁর মনে হয়েছিল সাধারণ সর্দি কাশির থেকে বিষয়টি একটু হয়ত আলাদা। এরপরই পরীক্ষা হয়।

HMPV: HMP আক্রান্ত হয়েছিল শ্রেয়া পাণ্ডের ৬ বছরের মেয়েও,ভাইরাস নিয়ে কী বার্তা দিলেন ?
শ্রেয়া পান্ডে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডের নাতনিও আক্রান্ত হয়েছে HMP ভাইরাসে। সুপ্তির মেয়ে শ্রেয়া পান্ডে নিজে ভিডিয়ো বার্তায় সে কথা জানিয়েছেন। বাড়িতে রেখেই চিকিৎসকের পরামর্শে ছ’বছরের মেয়েকে চিকিৎসা করান শ্রেয়া। বর্তমানে সুস্থ রয়েছে তাঁর মেয়ে। অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য কোয়ারেন্টিন থাকারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট ভিডিয়ো বার্তায় শ্রেয়া বলেছেন, ১৫ই ডিসেম্বর থেকেই তাঁর সন্তানের শরীর ভাল ছিল না। বুকে কফ জমেছিল। খাবার খেতে চাইছিল না। তখনই সন্দেহ করেন শ্রেয়া। তাঁর মনে হয়েছিল সাধারণ সর্দি কাশির থেকে বিষয়টি একটু হয়ত আলাদা। এরপরই পরীক্ষা হয়। ‘বায়োফায়ার রেসপিরেটরি প্যানেল ২.১’ এই পরীক্ষা করাই। এই পরীক্ষায় সব রকমই ভাইরাস ধরা পড়ে। তখনই জানতে পারেন তাঁর মেয়ে এইচএমপি আক্রান্ত।

শ্রেয়া বলেন, “প্রথমে আমিও ভয় পেয়েছিলাম। বাড়িতে রেখে ওকে ভিটামিন সি খাওয়াই। গলা খাবার খাওয়াই। সঙ্গে সেদ্ধ খাচ্ছিল। ওষুধের জন্য ঝিমিয়ে পড়ছিল। তবে ও পড়াশোনা করেছে। খেলাধুলো করেছে। আমি বলছি, যেহেতু এটি নতুন ভাইরাস তাই মানুষ ভয় পাচ্ছে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই। অযথা আতঙ্কিত হবেন না।” বস্তুত, সোমবার কলকাতায় আরও এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

 

Next Article