কলকাতা: কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সোমবারই দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার দিল্লিতে পৌঁছেও যান তিনি। রাজধানীতে উড়ানের আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সাত মাস আগে যা বলেছিলাম, এখনও তাই বলব। কেউ যদি আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেন, তবে কোনও তদন্ত দরকার নেই! আমি নিজেই ফাঁসির মঞ্চে উঠে পড়ব।’
রবিবার বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নভেম্বর মাসে যা বলেছিলাম, প্রায় সাত মাস অতিক্রান্ত হয়েছে, আমি আমার অবস্থানে অনড়। আমি প্রকাশ্য জনসভা থেকে বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনও কেন্দ্রীয় সংস্থা কোনও প্রমাণ জনসমক্ষে আনতে পারে, তবে আমার বিরুদ্ধে কোনও ইডি, সিবিআই লাগানোর দরকার নেই। এই যে এত বড় কেলেঙ্কারির কথা বলা হচ্ছে। কেউ বলছে ১০০ কোটি, কেউ বলছে ২০০ কোটি, কেউ বলছে হাজার কোটি। আমি বলব, ১০ পয়সার লেনদেন কেউ প্রমাণ করুন বা জনসমক্ষে আনুন, আমার পিছনে ইডি সিবিআই লাগবে না। ফাঁসির মঞ্চে আমি মৃত্যু বরণ করতে রাজি। যে কোনও তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত। কিন্তু এই তদন্ত জনসমক্ষে আনা হচ্ছে না কেন? এই যে চিঠি দিচ্ছেন, ডাকছেন! কলকাতার মামলা, আমাকে ডেকে পাঠিয়েছেন দিল্লিতে। আমি তো যাচ্ছি। কিন্তু সবটা এত মানুষকে আড়াল করে এগোচ্ছে কেন।”
এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি ভোটে হেরে গিয়ে এখন প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে। এ প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, “রাজনৈতিক ভাবে মোকাবিলা না করতে পেরে, হেরে গিয়ে এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থাগুলিকে পিছনে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের আর কোনও কাজ নেই। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব আপনি বসুন না আমার সঙ্গে। যে কোনও সর্বভারতীয় নেতা আপনি ঠিক করুন যিনি আমার সঙ্গে বসবেন। চ্যানেলও আপনিই ঠিক করবেন। কোন কেন্দ্রীয় সংস্থা কী কাজ করেছে পাঁচ বছরে আর ভারতের কী করুণ পরিণতি হয়েছে আপনাদের সাত বছরের শাসনকালে, কথা হোক। আমি যদি প্রমাণ না করতে পারি রাজনীতির আঙিনায় পা রাখব না।”
এরপরই অভিষেকের তোপ, “আমার বিরুদ্ধে কিছু থাকলে জনসমক্ষে আনুন। কিন্তু যাঁদের টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গেল, নির্দ্বিধায় নির্লজ্জের মতো। ইডি, সিবিআইয়ের কি তাদেঁর নজরে পড়ে না? তখন কি ওদের চোখে ছানি পড়ে যায়? চার্জশিটে নাম থাকে না! অথচ কাগজ মুড়ে, তোয়ালে মুড়ে টাকা নেয়। সুদীপ্ত সেন লিখিত অভিযোগ জানাচ্ছেন যাদের বিরুদ্ধে, একজন এখানে বিজেপির বিরোধী দলনেতা, আরেক জন হিমন্ত বিশ্বশর্মা, অসমের মুখ্যমন্ত্রী। বিজেপির এই দ্বিচারিতা তো মানুষ দেখছে।” যদিও এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্য, “এটা এজেন্সি বলতে পারবে। আমরা বলতে পারব না।” আরও পড়ুন: দফতরে গিয়েই কয়লা কেলেঙ্কারিতে ইডি-র মুখোমুখি হবেন অভিষেক, আজই দিল্লি রওনা