রাজ্যে ক্যানসার প্রকল্প নিয়ে বিতর্ক, স্টিয়ারিং কমিটিতে এক মাত্র নাম এনআরএসের চিকিৎসকের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 05, 2021 | 6:31 PM

Cancer Project: প্রশ্ন উঠছে, তেরো সদস্যর স্টিয়ারিং কমিটিতে শুধুমাত্র এক জন চিকিৎসকের নামের উল্লেখ কেন রয়েছে। যেখানে বাকি বারো জনের ক্ষেত্রে পদের উল্লেখ করা হয়েছে।

রাজ্যে ক্যানসার প্রকল্প নিয়ে বিতর্ক, স্টিয়ারিং কমিটিতে এক মাত্র নাম এনআরএসের চিকিৎসকের
শ্রীকৃষ্ণ মণ্ডল।

Follow Us

কলকাতা: ক্যান্সার চিকিত্‍সা প্রকল্পের চালক কমিটি (Steering Committee) ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে ক্যানসার চিকিত্‍সার বিশেষ প্রকল্প। তেরো সদস্যের স্টিয়ারিং কমিটিতে বিভিন্ন বিভাগীয় প্রধানের উল্লেখ রয়েছে। নাম হিসেবে উল্লেখ রয়েছে শুধু শ্রীকৃষ্ণ মণ্ডলের। তিনি এনআরএস হাসপাতালের (NRS) রেডিওথেরাপির বিভাগীয় প্রধান। বাকিদের ক্ষেত্রে যখন শুধু পদের উল্লেখ হল, শ্রীকৃষ্ণ মণ্ডলের ক্ষেত্রে নাম কেন? উঠছে প্রশ্ন।

এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মণ্ডলের বক্তব্য, “সরকার চেয়েছে তাই আছি। আমি অনেকদিন ধরেই বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত আছি। এটা নিয়ে তো আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এটা যাঁরা সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরাই বলতে পারবেন।” এ প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান অলোক ঘোষ দস্তিদার বলেন, “চিকিৎসক শ্রীকৃষ্ণ মণ্ডল হচ্ছেন ক্যানসারের স্টেট নোডাল অফিসার। সেই হিসাবে ওনার নাম রয়েছে ওখানে। আমার যেমন নাম নেই। কারণ আমি হেড অব দ্য ডিপার্টমেন্ট। তাই আমার পদের উল্লেখ রয়েছে। আমি চলে গেলে সেই পদে যিনি থাকবেন তিনি আবার এই ভূমিকা পালন করবেন। এরকমই হয়। কাল আমি অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেলে, আমার জায়গায় যিনি আসবেন তিনি স্টিয়ারিং কমিটিতে থাকবেন। এটার মধ্যে কোনও বিতর্কের কিছু নেই।”

টাটা মেমোরিয়াল ক্যানসার সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রকল্পের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করা হয়ে গিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে। আর সেই স্টিয়ারিং কমিটি গঠন ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এই কমিটিতে রয়েছেন ডিএইচএস, ডিএমই, স্বাস্থ্য সচিব, ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর রয়েছেন এবং তিনটি মেডিক্যাল কলেজের রেডিওথেরাপির হেড অব দ্য ডিপার্টমেন্ট রয়েছেন। যেখানে সকলের পদের উল্লেখ রয়েছে, সেখানে একমাত্র এনআরএসের রেডিওথেরাপি বিভাগের প্রধানের নাম কেন রয়েছে তা নিয়েই বিতর্ক।

প্রশ্ন উঠছে, তেরো সদস্যর স্টিয়ারিং কমিটিতে শুধুমাত্র এক জন চিকিৎসকের নামের উল্লেখ কেন রয়েছে। যেখানে বাকি বারো জনের ক্ষেত্রে পদের উল্লেখ করা হয়েছে। তা হলে কি কোনও প্রভাবশালী যোগে শ্রীকৃষ্ণ মণ্ডলকে আজীবন এই স্টিয়ারিং কমিটিতে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে, উঠছে এই প্রশ্নও।

যদিও যে চিকিৎসকের বিরুদ্ধে প্রভাবশালী যোগ থাকার অভিযোগ উঠছে, তিনি বলছেন রাজ্য সরকার চেয়েছে, তাই তিনি রয়েছেন। এর মধ্যে প্রভাবশালী যোগের কোনও বিষয়ই নেই। দীর্ঘদিন ধরেই ক্যানসার চিকিৎসার সঙ্গে যুক্ত থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে দাবি শ্রীকৃষ্ণ মণ্ডলের।

এ প্রসঙ্গে চিকিৎসক সংগঠনের নেতা স্বপন বিশ্বাসের বক্তব্য, “এখানে একটা অসামঞ্জস্য যে রয়েছে তা শুনেই বোঝা যাচ্ছে। সব ক্ষেত্রে আধিকারিকদের নাম থাকলে, একজনের শুধু নাম কেন থাকবে। স্বাস্থ্যভবনের ট্রান্সফার পোস্টিং নিয়ে যে স্বজনপোষণের একটা অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলাম। এখন নিয়োগে ছোট ছোট অর্ডার বের হয়। তাতে অস্বচ্ছতা থাকে। সে ক্ষেত্রে ভিতর ও বাইরে থেকে প্রভাবও কাজ করে।” আরও পড়ুন: ‘কেউ কাগজে মুড়ে টাকা নিচ্ছেন, অথচ চার্জশিটে নাম নেই!’, দিল্লিতে তলবকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বললেন অভিষেক

Next Article