Sougata Roy: সাংসদ সৌগত রায়কেও মারা হবে গুলি করে! জয়ন্তের ভয়ে কাঁপছে তৃণমূল?

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 11, 2024 | 3:20 PM

Sougata Roy: সাংসদ বলেন, "আমি হুমকি ফোন পেয়েছিলাম। গত পরশুদিন রাত তিনটে নাগাদ একটি হুমকি ফোন আসে। জয়ন্ত সিং-কে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। আমি যদি আড়িয়াদহে যাই গুলি করবে। তবে কামারহাটি গিয়েছিলাম কিছু হয়নি।"

Sougata Roy: সাংসদ সৌগত রায়কেও মারা হবে গুলি করে! জয়ন্তের ভয়ে কাঁপছে তৃণমূল?
সৌগত রায়, তৃণমূল সাংসদ, দমদম
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: প্রাক্তন তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক মদন মিত্র বাদ যায়নি জয়ন্ত সিংয়ের আতঙ্ক ঘিরে বসেছে সকলকে। আর এবার খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়ও সেই একই আতঙ্কে ভুগছেন। তাঁকে নাকি গুলি করে মারা হবে! বিস্ফোরক অভিযোগ করলেন নিজেই। টিভি ৯ বাংলায় প্রকাশ্যে তিনি দাবি করলেন, মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই তাঁর কাছে ফোন আসে। জয়ন্তকে না ছাড়লে তাঁকে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। যদিও, এরপর থেকে ওই ফোন নম্বরে তিনি আর যোগাযোগ করতে পারেননি। তবে এখানেই প্রশ্ন উঠছে, গুলি করার মতো খুনের হুমকি পেলেও তিনি লিখিতভাবে পুলিশের দ্বারস্থ হননি। মৌখিকভাবে জানিয়েছেন। লিখিতভাবে এফআইআর করলে হয়ত আরও দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া যেত।

কী বলেছেন সৌগত রায়?

সাংসদ বলেন, “আমি হুমকি ফোন পেয়েছিলাম। গত পরশুদিন রাত তিনটে নাগাদ একটি হুমকি ফোন আসে। জয়ন্ত সিং-কে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। আমি যদি আড়িয়াদহে যাই গুলি করবে। তবে কামারহাটি গিয়েছিলাম কিছু হয়নি। আমি পুলিশ কমিশনারকে বলেছি। যাতে ওরা ট্রাক করে। বলছে আমি প্রভাবশালী আমি জয়ন্তকে ছাড়াতে পারি না ছাড়ালে গুলি করবে এই ভয়ে।” সৌগত এও বলেন,”ওদের কোনও ভয় নেই। এক্ষেত্রে দেখছি এমন সিম কার্ড থেকে করেছে ট্রেস করা যাচ্ছে না।”

সৌগত ছাড়াও প্রাণহানির আশঙ্কা আরও দু’জন শীর্ষ নেতৃত্ব করেছেন। ঘটনাক্রমে জয়ন্তর সঙ্গে একাধিক ছবি-ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। যদিও মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী আছেন বলেই আমরা আছি। আমি তো প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে। আমার তো ভয় লাগে এই গুণ্ডাদের উপর বলতে গিয়ে আমাদেরই গণপিটুনি হয়ে যাবে।” অপরদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরাও পরিবার নিয়ে থাকি। যদি কাল আমাদের উপর বিপদ আসে। মুখ্যমন্ত্রী এই নিয়ে খুব কঠোর।”

Next Article