Sukhendu Sekhar Roy: দলে কি কোণঠাসা হচ্ছেন সুখেন্দু শেখর? সাংসদকে নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের
Sukhendu Sekhar Roy: আগামী মঙ্গলবার কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জাতীয় কর্মসমিতির সমস্ত সদস্যরা। সূত্রের খবর, সেই সংক্রান্ত চিঠি পৌঁছেও গিয়েছে সকলের কাছে। তবে সূত্রের খবর জাতীয় কর্মসমিতির সদস্য হওয়া সত্বেও চিঠি এসে পৌঁছয়নি রাজ্যসভার এই সাংসদের কাছে।
কলকাতা: একবার নয়। একাধিকবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কখনও পোস্ট, কখনও বা গান লিখে সরব হয়েছিলেন। এর জেরে দলের অন্দরে অস্বস্তি বাড়ে। এমনকী, লালবাজারেও ডেকে পাঠানো হয় তাকে তবে সুখেন্দুকে নিয়ে সরাসরি কেউ কোনও মন্তব্য করেননি। এবার রাজ্যসভার সাংসদকে নিয়ে সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পাননি তিনি। তবে কি ধীরে ধীরে সুখেন্দুকে কোণঠাসা করছে দল? উঠছে প্রশ্ন।
আগামী মঙ্গলবার কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জাতীয় কর্মসমিতির সমস্ত সদস্যরা। সূত্রের খবর, সেই সংক্রান্ত চিঠি পৌঁছেও গিয়েছে সকলের কাছে। তবে সূত্রের খবর জাতীয় কর্মসমিতির সদস্য হওয়া সত্বেও চিঠি এসে পৌঁছয়নি রাজ্যসভার এই সাংসদের কাছে।
এ দিকে, আগামিকালের বৈঠকে কর্মসমিতির সদস্য় না হওয়া সত্বেও ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডল। জেলমুক্তির পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কেবলমাত্র ব্রাত্য থাকলেন সুখেন্দুশেখর রায়। যদিও, এ বিষয়ে সুখেন্দু শেখরের কোনও প্রতিক্রিয়া মেলেনি।