Bikash Mishra: ‘আমি মুখ খুললে সরকার পড়ে যাবে’, প্রিজন ভ্যানে ওঠার সময় এবার চিৎকার করলেন বিকাশ

Bikash Mishra: এর আগে কয়লা ও গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিনে ছাড়া পান তিনি। প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন। এরই মধ্যে এবার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে বিকাশ মিশ্রর বিরুদ্ধে।

Bikash Mishra: 'আমি মুখ খুললে সরকার পড়ে যাবে', প্রিজন ভ্যানে ওঠার সময় এবার চিৎকার করলেন বিকাশ
এবার মুখ খুললেন বিকাশImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 10:22 PM

কলকাতা: আবার সেই প্রিজ়ন ভ্যান। কয়েকদিন আগে তিলোত্তমা কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার প্রিজ়ন ভ্যানে ওঠার আগে চিৎকার করে বলেছিলেন ‘আমায় বিনীত গোয়েল ফাঁসাচ্ছে।’ এবার ফের প্রিজ়ন ভ্যান থেকেই বিস্ফোরক অভিযোগ করলেন অভিযুক্ত বিকাশ মিশ্র। কোর্ট লকআপ থেকে বেরিয়ে জেলে যাওয়ার সময় তিনি দাবি করেন মুখ খুললে নাকি সরকার পড়ে যাবে। বিকাশের এই মন্তব্যের পরই পড়ে গিয়েছে শোরগোল।

এর আগে কয়লা ও গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিনে ছাড়া পান তিনি। প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দেন। এরই মধ্যে এবার এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে বিকাশ মিশ্রর বিরুদ্ধে। এরপরই কালীঘাট থানার পুলিশ গ্রেফতার করে তাঁকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নাবালিকার হয়ে বিকাশের বিরুদ্ধের কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ধৃতকে এ দিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যানে উঠতে-উঠতে বিকাশ বলেন, “আমাকে মারার চক্রান্ত হচ্ছে। আমাকে মারার চক্রান্ত চলছে…। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।”