ট্রেন তো নয় যেন কচ্ছপ! ১ ঘণ্টায় মাত্র ৬ কিমি যেতে পারত এই ট্রেন, তথ্যটি জানলে অবাক হবেন
ব্রিটিশরা এক শহরকে অন্য শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য রেলপথ স্থাপন শুরু করে। এই সময়, ১৮৫১ সালে প্রথম পণ্যবাহী ট্রেন চালু হয়।
নয়া দিল্লি: ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক। প্রতিদিন হাজার হাজার ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। রিপোর্ট বলছে, দেশে ২২ হাজারের বেশি ট্রেন চলাচল করে, যার মধ্যে ৯ হাজার ট্রেন হল মালগাড়ি বা পণ্য বহনকারী গাড়ি। দেশের প্রথম পণ্যবাহী ট্রেন কখন কোথায় ছুটেছিল, তা অনেকেরই জানা নেই।
ভারতে প্রথম পণ্যবাহী ট্রেনটি চালানো হয়েছিল ১৮৫১ সালের ২২ ডিসেম্বর। রুরকি থেকে পিরান কালিয়ার পর্যন্ত চলেছিল সেই ট্রেন। জানা যায়, মাটি ও নির্মাণসামগ্রী নিয়ে ছুটছিল পণ্যবাহী ট্রেন।
আসলে ১৮ শতকে ভারতে রেল পরিষেবা শুরু হয়। ব্রিটিশরা এক শহরকে অন্য শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য রেলপথ স্থাপন শুরু করে। এই সময়, ১৮৫১ সালে প্রথম পণ্যবাহী ট্রেন চালু হয়। প্রথম সেই ট্রেনটি একই দিনে রুরকি থেকে পিরান কালিয়ার পর্যন্ত চলেছিল। এই অঞ্চলটি বর্তমানে উত্তরাখণ্ডের অন্তর্গত।
এই পণ্যবাহী ট্রেনটি গঙ্গা খাল নির্মাণ প্রকল্পের সময় মাটি ও নির্মাণ সামগ্রী বহনের জন্য ব্যবহার করা হয়েছিল। ইঞ্জিনটি ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। ভারতের প্রথম পণ্যবাহী ট্রেন, সেই সময়ের অন্যান্য ট্রেনের মতোই, স্টিম ইঞ্জিনে চলত। এর জন্য ইংল্যান্ড থেকে বাষ্পচালিত রেল ইঞ্জিনের অর্ডার দেওয়া হয়েছিল।
এই ট্রেনে মাত্র দুটি বগি ছিল, যেগুলো প্রায় ১৮০ থেকে ২০০ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ছিল। এই ট্রেনটি প্রায় ৩৮ মিনিটে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ এর গতি ছিল ৬.৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই ট্রেনটি প্রায় ন মাস চলেছিল। কিন্তু ১৮৫২ সালে একটি দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়, যার পরে এটি চালানো বন্ধ করে দেওয়া হয়।