Salt Lake: ‘শোওয়ার ঘরে যেতে হবে…’, বলেই বৃদ্ধাকে টেনে নিয়ে গেল ওরা, বের করল সিরিঞ্জ, পরিচিত ছেলেটাই এমন করল!

Salt Lake: বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শুভঙ্কর মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Salt Lake: 'শোওয়ার ঘরে যেতে হবে...', বলেই বৃদ্ধাকে টেনে নিয়ে গেল ওরা, বের করল সিরিঞ্জ, পরিচিত ছেলেটাই এমন করল!
একাই থাকেন ছায়া সেনগুপ্ত
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 7:07 PM

সল্টলেক: বহু বৃদ্ধ বা বৃদ্ধাই একা থাকেন বাড়িতে। সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকলে একাই দিন কাটাতে হয়। তবে সল্টলেকে সাত সকালে যে ঘটনা ঘটে গেল, তাতে সেইসব বৃদ্ধ-বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। সকাল ৮টার সময় বাড়িতে ঢুকে খুনের চেষ্টা বৃদ্ধাকে। পরিচিত এক যুবকের বিরুদ্ধেই উঠল অভিযোগ।

ছায়া সেনগুপ্ত নামে ওই বৃদ্ধার বয়স ৭১ বছর। সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা ওই বৃদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বাড়ির ইন্টারনেট কানেকশন ঠিক করার জন্য লোক ডেকেছিলেন তিনি। শনিবার সকাল ৮ টা নাগাদ লোক এসে ডাকতে থাকে। দরজাও খুলে দেন তিনি। দেখেন ইন্টারনেট ঠিক করার লোকই এসেছে। সঙ্গে আরও একজন। দরজা খুলে বাড়িতে ঢুকতে দেন তিনি।

বৃদ্ধার অভিযোগ, তাঁকে বলা হয়, ‘এখানে নয়, কানেকশন ঠিক করতে শোওয়ার ঘরে যেতে হবে।’ এই বলে ভিতরে চলে যান তাঁরা। বৃদ্ধা বলেন, ‘এরপর আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় ওরা। তারপর আমার গলাটা টিপে ধরে। এরপর ইঞ্জেকশন দেয়। আমি অজ্ঞান হয়ে যায়নি।’ তারপর থেকে আর কিছু মনে নেই তাঁর।

জ্ঞান ফেরার পর কোনও রকমে দরজা খুলে বাইরে বেরিয়ে চীৎকার করতে থাকেন বৃদ্ধা। খবর দেন পুলিশকে। পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে যায় ঘণ্টাখানেকের মধ্যে। দেখা যায়, বৃদ্ধার গা থেকে সব গয়না খুলে ফেলা হয়েছে। অভিযোগ, আলমারির লকার থেকে জড়োয়ার হার-দুল, নগদ তিন লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর শুভঙ্কর মুখোপাধ্যায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃদ্ধা জানান, শুভঙ্করের মুখ ঢাকা থাকায় চিনতে পারেননি তিনি। বৃদ্ধা জানিয়েছেন, একসময় ওই যুবক তাঁর স্বামীর দেখাশোনা করতেন। কিন্তু কাজে খামতি থাকায় তাঁকে কাজে যেতে নিষেধ করা হয়েছিল। সেই রাগেই এমন করলেন বলে তাঁর অনুমান।