Kolkata: জোড়াবাগানে এক যুবককে ছরি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী

Kolkata: মাসকয়েক আগে অমিত সোনকার মারধর করেছিল উত্তমকে। তারই বদলা নিতে এই দিনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, শনিবার অমিতের স্ত্রী এক পুত্র সন্তানের0 জন্ম দেন। সেই আনন্দে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অমিত। অমিত আনন্দে আছে, ভাল আছে সেটা সহ্য হয়নি উত্তমের।

Kolkata: জোড়াবাগানে এক যুবককে ছরি চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতী
জোড়াবাগানে রক্তারক্তিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2024 | 10:45 PM

সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট

জোড়াবাগান: পুরনো শত্রুতার জেরে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল। ভর সন্ধে বেলায় জোড়া বাগান এলাকায় ধারাল অস্ত্র নিয়ে এক যুবককে আঘাত করার অভিযোগ ওঠে। আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে খবর, আহত যুবকের নাম অমিত সোনকার। অপরদিকে, যে যুবক চাকু চালিয়েছে তার নাম উত্তম সোনকার। ঘটনাটি ঘটেছে জোড়া বাগান থানার অন্তর্গত নতুন বাজার মুরগিপট্টি এলাকায়। পুলিশ সূত্রে খবর, উত্তম এবং অমিতের শত্রুতা দীর্ঘদিন থেকেই। তাঁরা এক সময় এই এলাকাতেই ভাড়া থাকতেন। এখন অন্যত্র থাকেন। এদিন সন্ধ্যায় অমিত সোনকার এই এলাকায় আসলে উত্তম সোনকার ও তাঁর বন্ধুরা আচমকায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলে খবর।

মাসকয়েক আগে অমিত সোনকার মারধর করেছিল উত্তমকে। তারই বদলা নিতে এই দিনের ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, শনিবার অমিতের স্ত্রী এক পুত্র সন্তানের0 জন্ম দেন। সেই আনন্দে ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অমিত। অমিত আনন্দে আছে, ভাল আছে সেটা সহ্য হয়নি উত্তমের।