AITC: বাঙালি অস্মিতাই অস্ত্র তৃণমূলের, সুকান্তর মন্তব্যের প্রতিবাদে আজ ব্লকে ব্লকে নামছে যুবরা

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Dec 26, 2023 | 8:37 AM

AITC Yuba: কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দরে সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত একটি মিছিল হবে। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ থাকবেন সেখানে। বিবেকানন্দ সমস্ত বাঙালির আশ্রয়স্থল। ফলে তাঁকে নিয়ে কোনও বিতর্ক দানা বাঁধলে তা সরাসরি ধাক্কা দেয় বাঙালি অস্মিতায়।

AITC: বাঙালি অস্মিতাই অস্ত্র তৃণমূলের, সুকান্তর মন্তব্যের প্রতিবাদে আজ ব্লকে ব্লকে নামছে যুবরা
আজ পথে নামছে তৃণমূল।

Follow Us

কলকাতা: বাংলার মনীষীদের অবমাননার অভিযোগ নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের পদযাত্রার দিন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার একটি ঘটনাকে কেন্দ্র করে পথে নেমেছিল তৃণমূল। পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ভোট প্রচারের সময় বিজেপির বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা লেখাকে বিকৃত করার অভিযোগ তুলে পথে নেমেছিল তৃণমূল। আর এবার ২০২৪ এর লোকসভা ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যর বিরোধিতায় পথে নামছে তৃণমূল। আর এমন একটা দিনে, যেদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহরে রয়েছেন।

তৃণমূল বরাবরই বিজেপিকে বাংলা-বিরোধী, বাঙালির সংস্কৃতিবিরোধী বলে আখ্যা দিয়ে এসেছে। বিজেপির হিন্দু জাতীয়তাবাদের বিরুদ্ধে তৃণমূলের চিরকালীন অস্ত্র বাংলা অস্মিতা। আরও একবার সেই ছবিই উঠে এলো বাংলার বুকে। আজ মঙ্গলবার তৃণমূলের যুব সংগঠন পথে নামছে। ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি করছে তারা।

কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দরে সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত একটি মিছিল হবে। তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ থাকবেন সেখানে। বিবেকানন্দ সমস্ত বাঙালির আশ্রয়স্থল। ফলে তাঁকে নিয়ে কোনও বিতর্ক দানা বাঁধলে তা সরাসরি ধাক্কা দেয় বাঙালি অস্মিতায়।

যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, তাঁর বক্তব্য ভালভাবে শুনলে বোঝা যাবে তিনি স্বামীজীকে নিয়ে কোনও কথাই বলেননি। বরং তাঁর নিশানায় ছিল তৃণমূল। শাসকদল নানা দুর্নীতিতে বিদ্ধ হয়ে হালে পানি পেতে এই ধরনের অযৌক্তিক কথা তুলে ধরছে বলেও দাবি করেন তিনি।

Next Article