Sheikh Shahjahan: ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে, এক্স হ্যান্ডেলে লিখলেন কুণাল

TMC: তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এক্স-মেসেজ ঘিরে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে। আদালত এদিনই জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতেই পারে। রাজ্য পুলিশের তদন্তে কোনও 'স্টে' আদালতের তরফে নেই। ফলে শাহজাহানকে পুলিশি গ্রেফতারিতে আইনগত কোনও বাধাই রইল না।

Sheikh Shahjahan: ৭ দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে, এক্স হ্যান্ডেলে লিখলেন কুণাল
শেখ শাহজাহান (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 3:21 PM

কলকাতা: সাতদিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান, সোমবার এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট কুণাল ঘোষের। কুণাল লেখেন, ‘শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপের অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে।’

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এক্স-মেসেজ ঘিরে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে। আদালত এদিনই জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতেই পারে। রাজ্য পুলিশের তদন্তে কোনও ‘স্টে’ আদালতের তরফে নেই। ফলে শাহজাহানকে পুলিশি গ্রেফতারিতে আইনগত কোনও বাধাই রইল না।

রবিবারই মহেশতলায় এক কর্মসূচিতে গিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “তৃণমূল শেখ শাহজাহানকে গার্ড করছে, এমন ভুল ধারণা যেন কেউ মনে রাখবেন না। যদি কেউ গার্ড করে সেটা জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন এখানে এসে করবেন।” ইতিমধ্যেই আদালত জানিয়ে দিয়েছে, সন্দেশখালি মামলায় স্থগিতাদেশ নেই। বরং এই মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছে কোর্ট।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণিত হল।” অন্যদিকে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, “কোনও আইনগত বাধা নেই। আসলে ওরা শাহজাহানকে নিজেদের আশ্রয়ে পুলিশ নিরাপত্তায় রেখেছে। এখন মানুষের বিক্ষোভের ফলে এসব কথা বলছে।”