কলকাতা: ছ’টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ছ’টি আসনেই জয়ী তৃণমূল। আর তাঁদের শপথ বাক্য পাঠের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী ২৫ নভেম্বর থেকে বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন। তাই তার আগেই চিঠি পাঠানো হচ্ছে বোসকে।
বিধানসভার সচিবালয় সূত্রে খবর, ৬ উপভোটে জয়ীদের বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ নিয়ে রাজভবনে চিঠি দিচ্ছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যপাল শপথ পড়াতে না আসতে চাইলে, তাঁকে অনুরোধ করা হবে তিনি যাতে অন্য কাউকে দিয়ে শপথ পড়ানোর দায়িত্ব দেন। আগামী ২৫ নভেম্বর, সোমবার থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে চিঠি পাঠানো হচ্ছে বোসকে। রবিবার পরিষদীয় দফতর রাজভবনে যাবে চিঠি।
উল্লেখ্য, এর আগে জয়ী প্রার্থীদের ভোটে জিতে শপথ নেওয়া নিয়ে কম জটিলতা হয়নি। সাংসদ হওয়ার পূর্বে যখন বিধায়ক পদে জিতেছিলেন নির্মল চন্দ্র রায় সে সময় থেকেই শপথবাক্য পাঠ নিয়ে রাজ্য-রাজ্যপালের সঙ্গে তৈরি হয় জটিলতা। এখানেই শেষ নয়, সম্প্রতি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক রেয়াত হোসেনের শপথ বাক্য় পাঠ কে করাবেন এবং কোথায় শপথ বাক্য পাঠ হবে সেই নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। চলেছিল এক প্রস্থ চিঠি চালাচালি। এবারও কি তৈরি হবে কোনও জটিলতা? নাকি সহজেই মিটবে শপথ বাক্য পাঠের অনুষ্ঠান?