TMC Dharna: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, কলকাতা থেকে জেলা, অবস্থানে তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 06, 2023 | 9:02 PM

Protest: রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তৃণমূলের অবস্থান-কর্মসূচী চলে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব জেলায় অবস্থানে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, গৌতম দেবরা।

TMC Dharna: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, কলকাতা থেকে জেলা, অবস্থানে তৃণমূল
ধরনায় ফিরহাদ হাকিম।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে কলকাতা থেকে জেলায় দিনভর ধরনায় বসেছে তৃণমূল। আর সেখান থেকে ১০০ দিনের টাকা, আবাসের বকেয়া-সহ একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেছে তারা। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তৃণমূলের অবস্থান-কর্মসূচি চলে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব জেলায় অবস্থানে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, গৌতম দেবরা। সিআইটি মার্কেট এলাকা, গোপালনগর, খিদিরপুর মোড়ে ধরনা মঞ্চে দফায় দফায় এদিন দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। দমদমে তৃণমূলের বিক্ষোভ সমাবেশে দমদম রোডে তৃণমূলের বিক্ষোভ সমাবেশে অংশ নেন রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসু। শ্যামপুকুরে ধরনামঞ্চে যান শশী পাঁজা। হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধরনা মঞ্চে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়। প্রতিটি অবস্থান মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হন নেতারা। বাংলাকে সবরকমভাবে বঞ্চনা করা হচ্ছে বলে, বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একযোগে নিশানা করা হয়।

উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভার ডানলপ মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বরানগরের বিধায়ক তথা বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি বিধানসভাতেই এদিন অবস্থান বিক্ষোভ চলে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের গড়িয়া স্টেশন এলাকায় অবস্থান বিক্ষোভে বসেন বিধায়ক ফিরদৌসী বেগম। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আড়াপাঁচে অবস্থানে বসেন বিধায়ক লাভলী মৈত্র। সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং মহকুমা শহরে এদিন ক্যানিং-১ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মেদিনীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে ধরনা কর্মসূচি চলে। হুগলির চুঁচুড়ায় ঘড়িরমোড়ে তৃণমূলের বিক্ষোভ সমাবেশে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনরা। এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন চুঁচুড়ার প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন মুখোপাধ্যায়ের স্ত্রী সুমা মুখোপাধ্যায়। ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এদিন তৃণমূলে যোগ দিয়ে সুমাদেবী বলেন, নিজের পরিবারে ফিরলেন। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ শুরু করে দুপুর ১২টা থেকে।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতের মোহিত নগর এলাকায় ধরনায় বসে তৃণমূল। তৃণমূলের জলপাইগুড়ির বিধায়ক প্রদীপকুমার বর্মার নেতৃত্বে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামীর বাড়ির সামনে প্রায় ১ হাজার তৃণমূল কর্মী-সমর্থক অবস্থান করেন। শিলিগুড়িতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বাড়ির কাছে তৃণমূলের অবস্থান বিক্ষোভ হয়। মেয়র গৌতম দেবের দাবি, আদালতের নির্দেশ মেনে বিধায়কের বাড়ির সামনে নয়, কিছুটা দূরে ব্লকভিত্তিক অবস্থানে বসেছেন তাঁরা। কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের চলা অবস্থান বিক্ষোভ মঞ্চে হাজির হন বিজেপি বিধায়ক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়া বাতাসকুড়ি মোড়ে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তৃণমূলের মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন। এক সময় তৃণমূলেই ছিলেন তিনি। এদিনের ঘটনায় শোরগোল পড়ে যায়। যদিও বিধায়ক বলেন, বাড়ির সামনে কর্মসূচি, তাই গিয়েছিলেন।

এ জেলারই বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে জেলা তৃণমূল। বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের খাদিমপুর মৈত্রী চক্র ক্লাব চত্বরে অবস্থান বিক্ষোভ দেখায় শাসকদল। এই বিক্ষোভস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে বিজেপির রাজ্য সভাপতির বাড়ি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এমজি রোডে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ধরনা মঞ্চে বিক্ষোভ দেখান জেলা তৃণমূল নেতৃত্ব। রায়গঞ্জের পাশাপাশি চোপড়াতেও বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলে বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে।

Next Article