কলকাতা: গত কয়েকদিন ধরে কেন্দ্র-রাজ্য সংঘাতের নতুন ইস্যু শুভেন্দুর সঙ্গে তুষার মেহতার সাক্ষাৎ। যদিও তাঁদের দেখা হয়নি বলে জানিয়েছে দু’পক্ষই। তবে কোনও গোপন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ ঘাসফুল শিবির। তাই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সরানোর দাবি নিয়ে আজ, সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল। এ দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। সেইসঙ্গে রাষ্ট্রপতির হাতে একটি চিঠিও তুলে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সুখেন্দুশেখর রায়। অবিলম্বে ওই দিনের সিসিটিভি প্রকাশ করার দাবি জানিয়েছেন তাঁরা।
এ দিন রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘একজন অভিযুক্ত বাড়িতে গেলে, আর তাঁকে চা খাইয়ে খাতির করা হল? আবার দেখা না করতে পারার জন্য ক্ষমাও চাইলেন সলিসিটর জেনারেল? এই গল্পটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তাই আমরা প্রমাণ চাই।’ তৃণমূলের আর এক সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ‘৭২ ঘণ্টা হয়ে গেল। এখনও সিসিটিভি ফুটেজ পেলাম না। যত সময় এগোচ্ছে, তত ফুটেজ সরিয়ে নেওয়া হচ্ছে না তো?’ তিনি আরও জানান, অতীতে এরকম অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রে অনেককে পদত্যাগও রতে হয়েছে।
আরও পড়ুন: ‘হাত’ ছেড়ে ঘাসফুলে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ, তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ
দিল্লি সফরে গিয়ে তুষার মেহতার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের ক্যামেরাতেও সেই ছবি দেখা যায়। একজন সরকারি আইনজীবী, যিনি নারদ-কাণ্ডে সিবিআই-এর পক্ষে সওয়াল করছেন, তিনি কেন সারদা-নারদে অভিযুক্ত শুভেন্দুর সঙ্গে দেখা করলেন, তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। কিন্তু অভিযোগ সামনে আসার পরই সলিসিটর জেনারেল তুষার মেহতার পক্ষ থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়, তাঁর পূর্ব নির্ধারিত কিছু বৈঠক ছিল। না জানিয়েই শুভেন্দু তাঁর বাড়ি পৌঁছে গিয়েছিলেন। শুভেন্দু তাঁর বাড়ি পৌঁছে অপেক্ষা করতে থাকেন। তখন চেম্বারে ব্যস্ত ছিলেন সলিসিটর জেনারেল। এরপর চা পান করেন, এবং তারপর বেরিয়ে যান শুভেন্দু। অন্য দিকে, সাক্ষাতের দাবি উড়িয়ে শুভেন্দু বলেন, তুষার মেহতার সঙ্গে তাঁর দেখা হয়নি। কিন্তু এ কথা মানতে নারাজ শাসকদল। আগেই তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এ বার সরাসরি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তাঁরা।