কলকাতা: লোকসভা ভোটের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী ১০ মার্চ হবে বাংলার শাসকদলের ব্রিগেড সমাবেশ। তৃণমূলের তরফে পোস্টার প্রকাশ করে এই সমাবেশের কথা জানানো হয়েছে। এ বারের ব্রিগেড সমাবেশের নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। সেই সভার মূল বক্তা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আওয়াজ তোলা হবে এ বারের ব্রিগেজ সমাবেশ থেকে। তৃণমূল সূত্রে খবর, মূলত কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার সুরই তোলা হবে ব্রিগেডের সমাবেশ থেকে।
২০১৯ সালের লোকসভা আগেও ব্রিগেডে সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশে জাতীয় স্তরের বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল। মমতার ডাকে সাড়া দিয়ে হাজিরও হয়েছিলেন অনেকে। সেই সমাবেশে হাজির ছিলেন অরবিন্দ কেজরীবাল, চন্দ্রবাবু নাইডু, কুমারস্বামী, শরদ পওয়ার, ফারুক আবদুল্লা, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এমকে স্ট্যানিলের মতো বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা। এ বারেও লোকসভা ভোটের আগে ব্রিগেডের সমাবেশ করবে তৃণমূল। কিন্তু সেই সমাবেশে ইন্ডিয়া জোটের নেতাদের দেখা যাবে কি না, বা তাঁদের আমন্ত্রণ জানানো হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
তৃণমূলের ব্রিগেড সমাবেশের আগেই রাজ্যে তৈরি হতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইয়ের পরিসর। মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক সভা করতে পারেন তিনি। এই সভার কয়েক দিন পরই হবে তৃণমূলের ব্রিগেড সম্মেলন।