AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Bye-Election: উপভোটে তৃণমূল ঝড়, তবে একুশ-চব্বিশের ফলাফলের নিরিখে এগোতে পারল কি?

BJP-TMC: মানিকতলায় ২০২৪ সালের লোকসভা ভোটে ৩ হাজার ৩৭৫ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র এক মাসের ব্যবধানে উপভোটে রীতিমতো রেকর্ড জয়ের মার্জিন পেয়েছে তৃণমূল। শুধু তাই নয় একুশের ফলাফলকেও মাত দিয়েছে উপনির্বাচনের ফলাফল। ২০২১ সালে মানিকতলায় তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। এবার ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হলেন সাধন-পত্নী সুপ্তি পাণ্ডে।

TMC Bye-Election: উপভোটে তৃণমূল ঝড়, তবে একুশ-চব্বিশের ফলাফলের নিরিখে এগোতে পারল কি?
তৃণমূলের উল্লাস।Image Credit: PTI
| Updated on: Jul 13, 2024 | 6:26 PM
Share

কলকাতা: উপনির্বাচনের চারটির চারটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ কিংবা ২০২১ সালের ভোটের নিরিখে বেশির ভাগ ক্ষেত্রেই সবুজ ঝড় লক্ষ্যনীয়। শনিবার মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হয়। চারটিতেই তৃণমূল জিতেছে এবং ভাল মার্জিনে। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে বিচার করলে দেখা যাবে, চারটির মধ্যে মানিকতলা বাদ দিলে বাকি তিনটি ছিল বিজেপির হাতে। উপভোটে সেই সবক’টিতেই জিতেছে শাসকদল।

মানিকতলায় ২০২৪ সালের লোকসভা ভোটে ৩ হাজার ৩৭৫ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূলের কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। মাত্র এক মাসের ব্যবধানে উপভোটে রীতিমতো রেকর্ড জয়ের মার্জিন পেয়েছে তৃণমূল। শুধু তাই নয় একুশের ফলাফলকেও মাত দিয়েছে উপনির্বাচনের ফলাফল। ২০২১ সালে মানিকতলায় তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। এবার ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হলেন সাধন-পত্নী সুপ্তি পাণ্ডে।

বাগদা বিধানসভায় ২০২১ সালে বিজেপি ৯ হাজার ৭৯২ ভোটে জিতেছিল। বিশ্বজিৎ দাস প্রার্থী হন সেবার। ভোটের আগে আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি। যদিও ভোটের ফল প্রকাশের পর থেকেই বিশ্বজিৎ আবারও তৃণমূলমুখী হতে থাকেন। পরে ‘ঘরওয়াপসি’ও হয় তাঁর। ২০২৪ সালে বিজেপি বনগাঁ লোকসভার বাগদা কেন্দ্রে ২০ হাজার ৬১৪ ভোটে এগিয়েছিল। তবে উপনির্বাচনে ৩৩ হাজার ৪৬৮ ভোটের ব্যবধানে জেতেন মধুপর্ণা ঠাকুর।

গত লোকসভা ভোটে রায়গঞ্জে হেরেছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা ভোটে হেরে যায় ঘাসফুল। ২০২১ সালে বিধানসভা ভোটে ২০ হাজারের বেশি ব্যবধানে বিজেপি জিতেছিল। প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। কৃষ্ণ কল্যাণীর হাত ধরেই এবার ৫০ হাজারের বেশি ভোটে ঘাসফুল ফুটল রায়গঞ্জে।

রানাঘাট দক্ষিণে ২০২১ সালে জয়ী হয় বিজেপি। ১৬ হাজার ৫১৫ ভোটে জিতেছিলেন মুকুটমণি অধিকারী। ২০২৪-এর লোকসভা ভোটেও এই বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। ৩৬ হাজার ৯৩৬ ভোটে এগিয়েছিল। তবে ২০২৪-এ ৩৯০৪৮ ভোটে জিতেছে তৃণমূল। তবে এখানেও প্রার্থী বিজেপিত্যাগী। আবারও বিধানসভায় কামব্যাক করলেন মুকুটমণি অধিকারী।