TMC 21st July: ‘একুশ’ দেখা হল না, ডানকুনিতে গাড়ি থামিয়ে চলল মাংস-ভাতের চড়ুইভাতি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2022 | 2:29 PM

21st July: সামনে থেনে দলের সুপ্রিমোর বার্তা শোনার ইচ্ছা ছিল তৃণমূল কর্মীদের। তবে ট্রাফিকের কারণে কলকাতায় প্রবেশ করতে পারলেন না অনেকেই।

TMC 21st July: একুশ দেখা হল না, ডানকুনিতে গাড়ি থামিয়ে চলল মাংস-ভাতের চড়ুইভাতি
ডানকুনিতে পিকনিক তৃণমূল কর্মীদের

Follow Us

ডানকুনি : কেউ আলুর খোসা ছাড়াচ্ছেন, কেউ পেঁয়াজ কাটছেন, কেউ মাংসে মশলা মাখছেন মন দিয়ে। এঁরা সবাই তৃণমূল কর্মী। তবে ধর্মতলায় পৌঁছতে পারেননি। তাই অগত্যা মাঠের মাঝে রান্নার বন্দোবস্ত করছেন তাঁরা। এমন দৃশ্য দেখা গেল ডানকুনিতে।

ধর্মতলায় যাবেন বলে প্রস্তুতি ছিল দীর্ঘদিনের। বৃহস্পতিবার সকালে পরিকল্পনা মতো বাসে উঠেও পড়েন কর্মীরা। তবে, শেষ পর্যন্ত পৌঁছনো গেল না। তাই ডানকুনিতে মাংস ভাত সহযোগে চড়ুইভাতি সারলেন তৃণমূল কর্মীরা। জানা গিয়েছে, বাসটি বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় গাড়ির ভিড় থাকার কারণে বাস এগোতে পারেনি কলকাতার দিকে। কষ্ট করে পৌঁছে গেলেও ফেরা কঠিন হয়ে যেত। তাই আর না এগোনোরই সিদ্ধান্ত নেন তাঁরা।

রায়না থেকে বাসে করে প্রায় ৬০ জন তৃণমল কর্মী সমর্থক ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁদের দাবি, সভায় পৌঁছতে পারবেন না বুঝেই ডানকুনিতে রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দেন। সেখানেই ভাত, মাংস রান্না করে ভুরিভোজের আয়োজন করেন তাঁরা।

এক কর্মী জানান, বাড়ি ফেরার তাড়া রয়েছে তাঁদের। কলকাতায় যাওয়ার পথে এত ট্রাফিক জ্যাম ছিল যে কলকাতা পৌঁছে গেলেও ফেরা অসম্ভব হয়ে যেতে পারত। তাই মাঠে নেমে রান্না খাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তাঁরা।

তবে শুধু ডানকুনিতেই নয়, চড়ুইভাতির ছবি দেখা গিয়েছে আরও অনেক জায়গায়। কার্যত পিকনিকের মেজাজে দেখা গিয়েছে তৃণমূল সমর্থকদের। হাজার-হাজার সমর্থককে এ দিন সকাল থেকে ভিড় করতে দেখা গিয়েছে কলকাতার ইকো পার্কের সামনে। সকাল থেকে সেখানেও চলছে খাওয়া-দাওয়া। ডিম, চিকেন রেঁধে চলছে ভুরিভোজ।

Next Article