Jadavpur University: যাদবপুরের ক্যাম্পাসে ‘বাম দুর্গে’ সিঁধ কাটতে রাজন্যাতেই বাজি TMCP-র

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Aug 18, 2023 | 10:42 PM

JU TMCP: যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবর বামপন্থী ছাত্র রাজনীতির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে এসেছে। সেই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ নিজেদের সংগঠন বিস্তার করার গুরু দায়িত্ব এবার তুলে দিল রাজন্যার কাঁধে।

Jadavpur University: যাদবপুরের ক্যাম্পাসে বাম দুর্গে সিঁধ কাটতে রাজন্যাতেই বাজি TMCP-র
রাজন্যা হালদার
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: তাক লাগিয়েছিলেন একুশের মঞ্চে। ঝাঁঝালো বক্তৃতায় সকলের মন জয় করে নিয়েছিলেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার। আর এবার তাঁর হাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংগঠনের ব্য়াটন তুলে দিল তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন যে ‘বাম দূর্গ’ বলে পরিচিত যাদবপুরে পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে, এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি করা হল রাজন্যাকে। চেয়ারপার্সন হলেন সঞ্জীব প্রামাণিক। শুক্রবার বিকেলে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করেন।

TMCP-র যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রেসিডেন্ট রাজন্যা ও চেয়ারপার্সন সঞ্জীব

তৃণাঙ্কুর জানিয়েছেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবর বামপন্থী ছাত্র রাজনীতির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে এসেছে। সেই জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ নিজেদের সংগঠন বিস্তার করার গুরু দায়িত্ব এবার তুলে দিল রাজন্যার কাঁধে। নতুন দায়িত্ব পেয়ে খুশি রাজন্যাও। বলছেন, ‘এই পদ দেওয়ার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ। নেত্রীর আদর্শ নিয়ে আমি যাদবপুরের সংগঠন বিস্তার করার জন্য পূর্ণ দমে লড়াই করব। সর্বোপরি প্রথম বর্ষের যে পড়ুয়ার মৃত্যু হয়েছে, তার বিচার চাওয়ার জন্য লড়াই আরও মজবুত করব।’

যাদবপুর ইউনিটের চেয়ারপার্সনের দায়িত্ব পাওয়ার পর সঞ্জীব প্রামাণিক বলেন, ‘দিদির নির্দেশ পেয়েছি। পার্টি অন্ত প্রাণ আমার। পুরোটি দিয়ে চেষ্টা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার। সেখানে যাতে দক্ষিণপন্থা ও বামপন্থা উভয় নিয়েই কাজ করা যায়, তার উপযুক্ত পরিবেশ তৈরি করব। যাদবপুর যেভাবে কালিমালিপ্ত হয়েছে, শিক্ষা দিয়ে যাতে মান ফিরে আসে, তার জন্য লড়াই চালিয়ে যাব’

উল্লেখ্য, যাদবপুরের পড়ুয়া মৃত্যুর পর সোচ্চার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুরের ক্যাম্পাসে ডেপুটেশন জমা দিতে গিয়ে অরবিন্দ ভবনের সামনে আক্রান্ত হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। রাজন্যার উপরেও হামলার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে থানায় অভিযোগও জানিয়েছে টিএমসিপি। আর এবার যাদবপুরের তথাকথিত ‘বাম দুর্গে’ সিঁধ কাটতে রাজন্যা হালদারের উপরেই বাজি রাখলেন তৃণাঙ্কুররা।

Next Article