Abhishek Banerjee: ভোট নয়, অভিষেকের জন্মদিনেই গান বাঁধল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 07, 2022 | 9:52 PM

Abhishek Banerjee Birthday: দলের সেনাপতিকে নিয়ে এমন 'থিম সং' তৃণমূলের নিচু তলার কর্মী ও সমর্থকদের মনোবলকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

Follow Us

কলকাতা: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আজ জন্মদিন। ৩৫ বছর বয়সে পা রাখলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেনাপতি। আর রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তাঁর জন্মদিনে ঘিরে এবার দলের তরফে সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা দেখা গেল। অভিষেকের জন্মদিনে প্রকাশিত হল থিম সং। সৌজন্যে দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। ভিডিয়োর মাধ্যমে অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মুহূর্ত তুলে ধরা হয়েছে। দলের সেনাপতিকে নিয়ে এমন থিম সং তৃণমূলের নিচু তলার কর্মী ও সমর্থকদের মনোবলকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

তৃণমূলের একাংশও মনে করছে, দলের অন্দরে ‘অভিষেক-ক্যারিশ্মা’ আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করে তুলবে। সাম্প্রতিককালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ্বতার উপরে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা একাধিক বার বলেছেন অভিষেক। এমনকী একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও নিজের বক্তব্য সাফ বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এমন অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক শিবিরের যে গোষ্ঠীকোন্দলের খবর পাওয়া যাচ্ছে, সেই সব কাটিয়ে উঠে দলকে একজোট করার ক্ষেত্রে অভিষেকের জন্মদিনে তৃণমূল ছাত্র পরিষদের এই ভিডিয়ো অনুঘটকের মতো কাজ করতে পারে। অন্তত এমনটাই মত রাজ্য রাজনীতির কারবারিদের।

এদিকে সোমবার বিকেলে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনেও ছিল দলের কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন বহু কর্মী ও সমর্থক। অভিষেকও নিরাশ করলেন না কাউকে। বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের সঙ্গে হাত মেলালেন। অভিষেককে নিয়ে দলের নিচু তলার কর্মীদের মধ্যে যে আবেগ রয়েছে, পঞ্চায়েত ভোটের আগে সেটিকেই যেন হাতিয়ার করে দলকে এককাট্টা করার চেষ্টায় অবতীর্ণ হল তৃণমূল শিবির।

পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরগুলি বার বার আক্রমণ শানাচ্ছে তৃণমূলকে। বিশেষ করে শাসক দলের একাধিক তাবড় নেতা-মন্ত্রীর গ্রেফতারি নিয়ে নাগাড়ে খোঁচা দিয়ে যাচ্ছে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি। এমন পরিস্থিতি অভিষেকের জন্মদিনে এই ভিডিয়ো প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

কলকাতা: তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আজ জন্মদিন। ৩৫ বছর বয়সে পা রাখলেন তিনি। তৃণমূল কংগ্রেসের সেনাপতি। আর রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে তাঁর জন্মদিনে ঘিরে এবার দলের তরফে সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা দেখা গেল। অভিষেকের জন্মদিনে প্রকাশিত হল থিম সং। সৌজন্যে দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। ভিডিয়োর মাধ্যমে অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মুহূর্ত তুলে ধরা হয়েছে। দলের সেনাপতিকে নিয়ে এমন থিম সং তৃণমূলের নিচু তলার কর্মী ও সমর্থকদের মনোবলকে আরও চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

তৃণমূলের একাংশও মনে করছে, দলের অন্দরে ‘অভিষেক-ক্যারিশ্মা’ আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করে তুলবে। সাম্প্রতিককালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ্বতার উপরে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা একাধিক বার বলেছেন অভিষেক। এমনকী একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও নিজের বক্তব্য সাফ বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এমন অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক শিবিরের যে গোষ্ঠীকোন্দলের খবর পাওয়া যাচ্ছে, সেই সব কাটিয়ে উঠে দলকে একজোট করার ক্ষেত্রে অভিষেকের জন্মদিনে তৃণমূল ছাত্র পরিষদের এই ভিডিয়ো অনুঘটকের মতো কাজ করতে পারে। অন্তত এমনটাই মত রাজ্য রাজনীতির কারবারিদের।

এদিকে সোমবার বিকেলে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনেও ছিল দলের কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় ছিলেন বহু কর্মী ও সমর্থক। অভিষেকও নিরাশ করলেন না কাউকে। বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের সঙ্গে হাত মেলালেন। অভিষেককে নিয়ে দলের নিচু তলার কর্মীদের মধ্যে যে আবেগ রয়েছে, পঞ্চায়েত ভোটের আগে সেটিকেই যেন হাতিয়ার করে দলকে এককাট্টা করার চেষ্টায় অবতীর্ণ হল তৃণমূল শিবির।

পঞ্চায়েত ভোটের আগে বিরোধী শিবিরগুলি বার বার আক্রমণ শানাচ্ছে তৃণমূলকে। বিশেষ করে শাসক দলের একাধিক তাবড় নেতা-মন্ত্রীর গ্রেফতারি নিয়ে নাগাড়ে খোঁচা দিয়ে যাচ্ছে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি। এমন পরিস্থিতি অভিষেকের জন্মদিনে এই ভিডিয়ো প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Next Article