কলকাতা: আজ, সোমবারই কি পাকাপোক্ত অবসর নেবেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) ? তাঁর দিল্লি না যাওয়া ঘিরে যে জল্পনা তুঙ্গে উঠেছে, তাতে এই বিষয়টিও মাথা চাড়া দিয়ে উঠেছে।
সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নবান্নে ইয়াসের দুয়ারে ত্রাণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দুয়ারে ত্রাণ প্রকল্পের টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে শোনা যাচ্ছে, এই বৈঠকে মুখ্যসচিবের পৌরহিত্য করার কথা থাকলেও তিনি করছেন না। পৌরহিত্য করছেন স্বরাষ্ট্রসচিব। দুপুর ৩টের সময়ে নবান্নে ইয়াস পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক রয়েছে। তাতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার সকাল ১০টার মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লির নর্থ ব্লকে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়া কিংবা এয়ার এশিয়া- দিল্লি গামী কোনও বিমানেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামে বুকিং নেই।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, শীর্ষ আমলা তাঁর আবাসনেই রয়েছেন। গুরুসদয় দত্ত রোডে তাঁর বাড়ির সামনেও কোনও স্কট নেই। এদিকে, দিল্লির নর্থ ব্লকের সামনেও নেই কোনও তৎপরতা। দিল্লির রেসিডেন্ট কমিশন অফিস সূত্রেও কোনও খবর নেই।
আরও পড়ুন: এখনও বিঁধে নারদ কাঁটা! নারদ মামলা কি অন্যত্র সরানো সম্ভব? ফের হাইকোর্টে সিবিআই
রাজ্যের প্রাক্তন শীর্ষ আমলারা বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ও হাইকোর্টে যেতে পারেন। কার্যকালের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব গ্রহণ না করে অবসরও নিতে পারেন। তবে বাংলার এই শীর্ষ আমলার বদলি নিয়ে ‘সাইক্লোন’ গোটা জাতীয় রাজনীতিতে।
এক নজরে আলাপনের আলাপ-পরিচয়
♣ প্রেসিডেন্সির কৃতী ছাত্র ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
♣ পরে সিভিল সার্ভিসে যোগ দেন তিনি।
♣ ১৯৮৭ সালের ব্যাচের আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়।
♣ সাময়িক দায়িত্ব পালন করেন রাজ্য নির্বাচন কমিশনেও।
♣ গত অক্টোবরে স্বরাষ্ট্রসচিব থেকে রাজ্যের মুখ্যসচিব হন তিনি।
♣ তাঁর এই কার্যকাল ছিল ৩১ মে পর্যন্ত।