Today Weather News: কাঁপছে জেলাগুলি, কলকাতাবাসীর জন্য কি হাওয়া বদলের পূর্বাভাস?

Souvik Sarkar | Edited By: সায়নী জোয়ারদার

Dec 15, 2023 | 8:19 AM

Weather: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতাতেও রীতিমতো শীতের অনুভূতি মালুম হচ্ছে। সাধারণত এই আমেজ পেতে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় শহরবাসীকে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও কনকনে ঠান্ডা।

Today Weather News: কাঁপছে জেলাগুলি, কলকাতাবাসীর জন্য কি হাওয়া বদলের পূর্বাভাস?
ঠান্ডার আমেজ শহরে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সকাল থেকেই কনকনে হাওয়া। বেলা বাড়তে রোদ উঠেছে ঠিকই, তবে উত্তুরে হাওয়াও সঙ্গী। লেপ, কম্বল, সোয়েটার, মাফলারে মোড়া সকাল শুক্রবারও। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা মূলত পরিষ্কার থাকবে আকাশ। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘর ছুঁয়েছে এদিন সকালে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রা নামে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত ঠান্ডার এই স্পেল চলবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতাতেও রীতিমতো শীতের অনুভূতি মালুম হচ্ছে। সাধারণত এই আমেজ পেতে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় শহরবাসীকে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও কনকনে ঠান্ডা।

বর্ধমান, শ্রীনিকেতন, বাঁকুড়া, পানাগড়, কোথাও তাপমাত্রা ১০-এর ঘরে, কোথাও ১১। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কিছুটা নামবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।

Next Article