কলকাতা: রাজ্যে ‘বসন্ত এসে গিয়েছে’। কিন্তু হাওয়া অফিস বলছে আবহাওয়ার গতিবিধি পরিবর্তন ঘটতে পারে। কারণ আজ থেকে জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস। চলবে শনিবার অবধি। কোন-কোন জেলায় হবে বৃষ্টি? জানুন বিস্তারিত…
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে কলকাতা,হাওড়া,হুগলি,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন এই বৃষ্টি? হাওয়া অফিস বলছে, বর্তমানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সে কারণেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে। তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি। পুবালি হাওয়া পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে এসে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ।
তবে এরপরও কি গরমের তেজ কমবে? তা যদিও সময় উত্তর দেবে। তবে মঙ্গলবার তাপমাত্রা যথেষ্ঠ বৃদ্ধি পেয়েছিল তা আবহাওয়ার পরিসংখ্য়ান দেখেই বোঝা যাচ্ছে।
কোথায় কত তাপমাত্রা?
পানাগড় ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস
আসানসোল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস
দমদম ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস
আলিপুর ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস