কলকাতা: বাসে যাওয়ার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন যাত্রী। বিন্দুমাত্র সময় নষ্ট না করে অসুস্থ যাত্রী সমেত গোটা বাসকে হাসপাতালে ঢুকিয়ে তাঁর জীবন বাঁচালেন তিলজলা ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সায়েন্স সিটির কাছে।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গড়িয়া-বিবাদী বাগ রুটের একটি বেসরকারি বাসে যাচ্ছিলেন মহম্মদ জামিল আখতার নামে বছর ৪০-এর এক যাত্রী। বাসটি সায়েন্স সিটির কাছে পৌঁছলে তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে খবর আসে, এক যাত্রী বাসের ভেতরে রক্তবমি করতে করতে জ্ঞান হারিয়েছেন। খবর পেয়ে তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাসটিকে নিয়ে সোজা রুবি হাসপাতালে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেন। সেখানে ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে ওই যাত্রীর। খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে।
জামিল আখতার যখন অসুস্থ হন সেই সময় বাসে অন্যান্য যাত্রীরাও উপস্থিত ছিলেন। সহযাত্রীকে আচমকা অসুস্থ হয়ে যেতে তাঁরাও বসে থাকেননি। কয়েকজন যাত্রী বাস থামিয়ে দৌড় লাগান ট্র্যাফিক গার্ডের দিকে। ঘটনাচক্রে সেই সময় ট্র্যাফিক গার্ডে উপস্থিত ছিলেন ওসি। খবর পেয়ে তিনিও ছোটেন বাসের দিকে। তড়িৎ গতিতে অসুস্থ যাত্রী-সহ বাস নিয়ে যান রুবি হাসপাতালের দিকে। হাসপাতাল সূত্রে খবর, জামিলের জ্ঞান ফিরেছে। কিন্তু কেন এরকম হল তা জানার চেষ্টা করছেন চিকিৎসকেরা। হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন তাঁর স্ত্রী’ও।
আরও পড়ুন: পার্শ্বশিক্ষকেদের অনশন-মঞ্চে রাজীব, অসুস্থ ব্যক্তিকে গাড়ি করে পাঠালেন হাসপাতালে
ঘটনার পর পুলিশের পাশাপাশি বাসে উপস্থিত অন্যান্য যাত্রীদেরও ধন্যবাদ জানিয়েছেন উত্তর পঞ্চান্ন গ্রামের বাসিন্দা জামিল আখতারের স্ত্রী। তিনি বলেন, “এভাবে পুলিশ ও বাকিরা মিলে হাসপাতালে না নিয়ে গেলে কী হত জানি না। ওদের ধন্যবাদ। আল্লাহ ভাল করুন।”
মহম্মদ জামিল আখতার পার্ক স্ট্রিটে নিরাপত্তারক্ষীর কাজ করেন। কর্মস্থল থেকে তিনি উত্তর পঞ্চান্ন গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন জামিল। মাথার সিটি স্ক্যান-সহ বেশ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: ছাত্র যুবদের উপর ‘রাষ্ট্রীয় অত্যাচার’, প্রতিবাদে সরব বিভাস চক্রবর্তী, মনোজ মিত্ররা