Buddhadeb Bhattacharya: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় বারবার ফিরল আরজি করের কথা

Sucharita De | Edited By: সায়নী জোয়ারদার

Aug 22, 2024 | 10:42 PM

Buddhadeb Bhattacharya: এদিনের সভা যতটা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা ছিল, ততটাই ছিল আরজি করেরও। আরজিকর কাণ্ড নিয়ে এদিন বারবার সোচ্চার হন উপস্থিত সদস্যরা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু শিল্পী। এসেছিলেন লোপামুদ্রা মিত্র, সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Buddhadeb Bhattacharya: বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় বারবার ফিরল আরজি করের কথা
বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করা হয়। সিপিএমের রাজ্য কমিটির উদ্যোগে এই স্মরণসভা হয়। ছিলেন বেশ কয়েকজন প্রবীণ কংগ্রেস নেতা। এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

স্মরণসভার শুরুতে প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। শোকবার্তা পাঠ করেন মহম্মদ সেলিম। এই মঞ্চ থেকেই আরজি করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার প্রতিও শোকজ্ঞাপণ করা হয়।

উল্লেখযোগ্য, এদিনের সভা যতটা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা ছিল, ততটাই ছিল আরজি করেরও। আরজিকর কাণ্ড নিয়ে এদিন বারবার সোচ্চার হন উপস্থিত সদস্যরা। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বহু শিল্পী। এসেছিলেন লোপামুদ্রা মিত্র, সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

বুদ্ধদেববাবুর ক্রিকেটের প্রতি ছিল বিশেষ আকর্ষণ। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “উনি যখন মুখ্যমন্ত্রী, আমি তখন ভারতীয় দলের ক্যাপ্টেন। খেলা পাগল মানুষ ছিলেন উনি। পঙ্কজদার খুব ভক্ত ছিলেন। পরে আমিও যখন খেলি, আমার সঙ্গেও খুব ভাল সম্পর্ক হয়। খেলার কথা, খেলার প্রশ্ন প্রচুর ছিল ওনার। কলকাতায় ফিরে এলে আমার সঙ্গে দেখা করতেন উনি। আজকের দিনে আসতে পেরে আমার খুবই ভাল লাগছে। ওনার আত্মার শান্তি কামনা করি।” বুদ্ধদেব ভট্টাচার্যের পুরনো কথা স্মরণ করলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। গানে, কবিতায় শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কমরেডকে।

Next Article