কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হল রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sobhandeb Chatterjee)। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবারই হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি কোভিড-১৯ পজিটিভ হন শোভনদেব। এরপর থেকে হোম আইসোলেশনেই ছিলেন তিনি।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই কোমরের সমস্যা নিয়ে ভুগছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত ১০ ফেব্রুয়ারি এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সেই সংক্রান্ত চিকিৎসার জন্য। এরপর থেকেই জ্বরে পড়েন। সর্দি, কাশি-সহ নানা উপসর্গ দেখা দেয়। বয়সও বেশি। তাই চিকিৎসকেরা বর্ষীয়ান এই মন্ত্রীকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। এরপরই দেখা যায় রিপোর্ট পজিটিভ। নিজে টুইট করেই সে কথা জানান বিদ্যুৎমন্ত্রী। তবে বিশেষ কোনও অসুবিধা না থাকায় হোম আইসোলেশনেই ছিলেন তিনি।
আরও পড়ুন: শিক্ষক-চিকিৎসক নিয়োগে এবার পত্রবোমা নিয়োগপ্রার্থীর
তৃণমূলের একাধিক মন্ত্রী-বিধায়ক এর আগে করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যের মন্ত্রীদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হন দমকলমন্ত্রী সুজিত বসু। হাসপাতালে ভর্তি ছিলেন তিনিও। করোনা জয় করে এখন তিনি সুস্থ। করোনা আক্রান্ত হন মন্ত্রী স্বপন দেবনাথও। এ ছাড়াও তৃণমূলের প্রবীণ নেতা, হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়িও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ কিংবা সিপিএমের ফুয়াদ হালিমের শরীরেও থাবা বসায় এই মারণ ভাইরাস। এখন সকলেই সুস্থ।