Mamata Banerjee: দলের অন্দরে তুমুল ‘ডামাডোল’! শনিবারই কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 11, 2022 | 5:24 PM

Trinamool Congress: দলের উদ্ভূত বর্তমান পরিস্থিতি নিয়েই এই বৈঠক বলে সূত্রের খবর।

Follow Us

কলকাতা: কালীঘাটে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় এই বৈঠক হবে। দলের উদ্ভূত বর্তমান পরিস্থিতি নিয়েই এই বৈঠক বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি তৈরি করে দিয়েছেন দলের কাজ চালানোর জন্য। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই কমিটিতে। যেহেতু দলের কার্যনির্বাহী কমিটি এখনও তৈরি হয়নি, তাই এই অস্থায়ী কমিটি। সূত্রের খবর, এই কমিটির সদস্যরাই শনিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাচ্ছেন। থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সূত্রের খবর, পুরভোট এবং দলের বর্তমান পরিস্থিতি, দুই নিয়েই কথা বলবেন দলনেত্রী।

গত কয়েকদিনে দলের নানা স্তর থেকে নানারকম কথা উঠে আসছে। যা নিয়ে দলের মধ্যে কিছুটা অস্বস্তি বাড়ছে বলেই খবর। কখনও মদন মিত্র প্রকাশ্যে সরব হচ্ছেন, কখনও আবার আকাশ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা সোশাল হ্যান্ডেলে নিজেদের মতো করে কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই, দলের নীচুতলার যাঁরা কর্মী রয়েছেন, তাঁদের কাছে এই পরিস্থিতি অত্যন্ত অস্থিরতা তৈরি করছে। পুরভোটের মুখে এই ঘটনা কোনওভাবেই অভিপ্রেত নয় বলেই দলের অন্দরে খবর। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে প্রশ্নের কোনও অবকাশই নেই।

শুক্রবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিতর্ক তৈরি করে লাভ নেই। দলের মুখ মমতা বন্দোপাধ্যায়।” অন্যদিকে একই সুর ফিরহাদ হাকিমের গলাতেও। তিনিও এদিন বলেছেন, “সভানেত্রীর সিদ্ধান্তই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই সকলের জন্যই ধার্য। আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই হবে। দলে আমরা সেই প্রতিশ্রুতিও নিয়েছিলাম।”

১০৮টি পুরসভায় ভোট। তৃণমূল গত শুক্রবার পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। এর পর থেকেই দলের অন্দরে শুরু হয় একের পর এক বিতর্ক। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর সই ছাড়াই একটি তালিকা দলীয় ওয়েবসাইটে আপলোড করা নিয়ে বিতর্কের সূচনা। এরপর জেলায় জেলায় বিক্ষোভ, প্রার্থী তালিকায় বদলের দাবিতে প্রতিবাদ, আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়। সেই বিতর্কে ঘি ঢালে প্রার্থী তালিকা ও আইপ্যাকের ভূমিকা!

ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের দাবি, তারা পুরভোটের প্রার্থী তালিকা বা এই ভোট সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গেই যুক্ত নয়। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, আইপ্যাকের হস্তক্ষেপ এই গোটা পরিস্থিতি তৈরি করেছে। পুরভোটের যে তালিকা ওয়েবসাইটে প্রকাশ ঘিরে বিতর্কের সূত্রপাত, তা নাকি পিকের সংস্থারই আপলোড করা বলে অভিযোগ ওঠে। যদিও শুক্রবার আনুষ্ঠানিকভাবে আইপ্যাক টুইট করে জানিয়ে দিয়েছে, তারা তৃণমূলের কোনও ডিজিটাল প্রপার্টি বা তৃণমূলের কোনও নেতার ডিজিটাল প্রপার্টি দেখভাল করে না। খুবই গুরুত্বপূর্ণ এই বক্তব্য।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা: কালীঘাটে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় এই বৈঠক হবে। দলের উদ্ভূত বর্তমান পরিস্থিতি নিয়েই এই বৈঠক বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি তৈরি করে দিয়েছেন দলের কাজ চালানোর জন্য। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সকলেই রয়েছেন সেই কমিটিতে। যেহেতু দলের কার্যনির্বাহী কমিটি এখনও তৈরি হয়নি, তাই এই অস্থায়ী কমিটি। সূত্রের খবর, এই কমিটির সদস্যরাই শনিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাচ্ছেন। থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সূত্রের খবর, পুরভোট এবং দলের বর্তমান পরিস্থিতি, দুই নিয়েই কথা বলবেন দলনেত্রী।

গত কয়েকদিনে দলের নানা স্তর থেকে নানারকম কথা উঠে আসছে। যা নিয়ে দলের মধ্যে কিছুটা অস্বস্তি বাড়ছে বলেই খবর। কখনও মদন মিত্র প্রকাশ্যে সরব হচ্ছেন, কখনও আবার আকাশ বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যরা সোশাল হ্যান্ডেলে নিজেদের মতো করে কথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই, দলের নীচুতলার যাঁরা কর্মী রয়েছেন, তাঁদের কাছে এই পরিস্থিতি অত্যন্ত অস্থিরতা তৈরি করছে। পুরভোটের মুখে এই ঘটনা কোনওভাবেই অভিপ্রেত নয় বলেই দলের অন্দরে খবর। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর ডাকা বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা নিয়ে প্রশ্নের কোনও অবকাশই নেই।

শুক্রবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিতর্ক তৈরি করে লাভ নেই। দলের মুখ মমতা বন্দোপাধ্যায়।” অন্যদিকে একই সুর ফিরহাদ হাকিমের গলাতেও। তিনিও এদিন বলেছেন, “সভানেত্রীর সিদ্ধান্তই আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই সকলের জন্যই ধার্য। আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই হবে। দলে আমরা সেই প্রতিশ্রুতিও নিয়েছিলাম।”

১০৮টি পুরসভায় ভোট। তৃণমূল গত শুক্রবার পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে। এর পর থেকেই দলের অন্দরে শুরু হয় একের পর এক বিতর্ক। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীর সই ছাড়াই একটি তালিকা দলীয় ওয়েবসাইটে আপলোড করা নিয়ে বিতর্কের সূচনা। এরপর জেলায় জেলায় বিক্ষোভ, প্রার্থী তালিকায় বদলের দাবিতে প্রতিবাদ, আন্দোলন ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়। সেই বিতর্কে ঘি ঢালে প্রার্থী তালিকা ও আইপ্যাকের ভূমিকা!

ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের দাবি, তারা পুরভোটের প্রার্থী তালিকা বা এই ভোট সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গেই যুক্ত নয়। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, আইপ্যাকের হস্তক্ষেপ এই গোটা পরিস্থিতি তৈরি করেছে। পুরভোটের যে তালিকা ওয়েবসাইটে প্রকাশ ঘিরে বিতর্কের সূত্রপাত, তা নাকি পিকের সংস্থারই আপলোড করা বলে অভিযোগ ওঠে। যদিও শুক্রবার আনুষ্ঠানিকভাবে আইপ্যাক টুইট করে জানিয়ে দিয়েছে, তারা তৃণমূলের কোনও ডিজিটাল প্রপার্টি বা তৃণমূলের কোনও নেতার ডিজিটাল প্রপার্টি দেখভাল করে না। খুবই গুরুত্বপূর্ণ এই বক্তব্য।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article