Madan Mitra: ‘ও আর সৎ নয়’, দল বদল করতেই অর্জুন বনে গেল মদনের ‘নিজের ভাই’!

Madan Mitra: “দল আগে বলেছিল শত্রু, এখন বলছে বন্ধু। তাই আমিও বলছি বন্ধু”। ঘরে ফেরা অর্জুনকে জড়িয়ে ধরে আত্মহারা আত্মহারা মদন।

Madan Mitra: 'ও আর সৎ নয়', দল বদল করতেই অর্জুন বনে গেল মদনের 'নিজের ভাই'!
ছবি - ঘরে ফেরা অর্জুনকে জড়িয়ে ধরে আত্মহারা আত্মহারা মদন।
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 8:21 PM

কলকাতা: তৃণমূলে (Trinamool Congress) যোগদানের পরে থেকেই ফের নতুন করে রাজনৈতিক মহলের চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন অর্জুন সিং (Arjun Singh)। এদিকে রবিবার যোগদান পর্বের পালা সাঙ্গ হওয়ার পর উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুনর্মিলন বৈঠকের আয়োজন করা হয়। যেখানে গিয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। ফুলের মালা নিয়ে বরণ করেন নেন ‘ঘরের ছেলে’ অর্জুনকে। এদিকে যে অর্জুনের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে লাগাতার তোপ দেগেছেন মদন, সেই মদনই এবার অর্জুনকে ‘নিজের ভাই’ বলেও সম্বোধন করলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা। 

তবে রাতারাতি সুর বদল নিয়ে মদনের মত, “দল ওঁকে নিয়েছে। কেন নিয়েছে তা আমার জানার দরকার নেই। আগে বলা হয়েছিল অর্জুন আমার শত্রু। ওঁর বিরুদ্ধে লড়াই করো। এখন বলছে অর্জুন আমার বন্ধু। আমিও বলছি বন্ধু। আগে ছিল সৎ ভাই। এখন আমার নিজের ভাই”। প্রসঙ্গত, দলের প্রথমসারির নেতৃত্বে থাকলেও বিতর্ক সর্বদাই সঙ্গী থেকেছে মদনের। তবে, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে অকপট মন্তব্য করার ক্ষেত্রে মদনের জুড়ি মেলা ভার। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান অর্জুন। তারপর থেকেই কামারহাটি, ভাটপাড়া, ব্যারকপুরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুনের ছিল সাপে-নেউলে সম্পর্ক। এমনকী দুই শিবিরই একাধিক ইস্যুতে একে অপরের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছে। এমনকী বিধানসভা ভোটের সময়েও ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান অর্জুন। নিশানায় ছিলেন মদনও। পাল্টা তোপ দেগেছিলেন মদনও। 

সেই মদনের কণ্ঠেই এবার অর্জুনের জন্য ভাই ডাক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বাংলায় পাট শিল্পের দুরাবস্থা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার তোপ দেগেছিলেন অর্জুন। এমনকী বাংলার পাট চাষীদের বাশে দাঁড়াতে মমতার আন্দোলনে যোগ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অর্জুন। তারপর থেকেই তার তৃণমূলে যোগদানের বিষয়ে শোনা যাচ্ছিল নানা জল্পনা। যদিও কবে তিনি যোগদান করছেন তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অভিষেকের হাত ধরে ফের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন ঘটে অভিষেকের।