TMC: বড় বদল আসতে পারে তৃণমূলের অন্দরে, মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক বক্সীর

TMC: আগামী ২৩ নভেম্বর ছয় কেন্দ্রে উপ নির্বাচনের ফলাফল বের হবে। তারপরই শাসক দলে রদবদল ঘোষণা হতে চলেছে বলে খবর সূত্রে। এই নিয়ে শেষ পর্যায়ে কাজ চলছে তৃণমূলে। তৃণমূলের অন্দর সূত্রে খবর, প্রায় বারোটি সাংগঠনিক জেলা সভাপতি বদল হতে চলেছে শাসক দলে।

TMC: বড় বদল আসতে পারে তৃণমূলের অন্দরে, মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক বক্সীর
তৃণমূলে রদবদলImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2024 | 1:24 PM

কলকাতা: তৃণমূলে প্রবীণ-নবীন ‘দ্বন্দ্বের’ আবহেই এবার রদবদলের সিদ্ধান্ত। উপনির্বাচনের ফল বেরনোর পরই বড়সড় রদবদলের তালিকা এক প্রকার চূড়ান্ত। সেই তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মঙ্গলবার এই বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

আগামী ২৩ নভেম্বর ছয় কেন্দ্রে উপ নির্বাচনের ফলাফল বের হবে। তারপরই শাসক দলে রদবদল ঘোষণা হতে চলেছে বলে খবর সূত্রে। এই নিয়ে শেষ পর্যায়ে কাজ চলছে তৃণমূলে। তৃণমূলের অন্দর সূত্রে খবর, প্রায় বারোটি সাংগঠনিক জেলা সভাপতি বদল হতে চলেছে শাসক দলে। পাশাপাশি ৭০ টি পুরসভায় হতে পারে বদল। এই সংক্রান্ত খবরাখবর নিয়েই মঙ্গলবার রাজ্য সম্পাদক কথা বলেন দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

দলের এই রদ-বদলের শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুরের দু’টি সাংগঠনিক জেলা। পরিবর্তন আসতে পারে পুরুলিয়া সাংগঠনিক জেলাতেও। বাঁকুড়া সংগঠন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরবঙ্গে সংগঠনে পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে। পরিবর্তন হতে পারে দুই দিনাজপুরেও। এছাড়াও মালদহ জেলা সংগঠনে দ্বন্দ্ব নিয়ে চূড়ান্ত পদক্ষেপ করতে পারে দল। দার্জিলিং জেলা সমতলে সংগঠন দুর্বল। প্রভাব পড়ছে ভোটে। এই জেলা সংগঠন ও নজরে।