AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beleghata Chaos: শীতলাপুজোকে কেন্দ্র করে দুই বস্তির ঝামেলা, রণক্ষেত্র বেলেঘাটা

Beleghata Chaos: ৯৫ নম্বর বস্তির বাসিন্দাদের অভিযোগ, পুজো চলাকালীন পাশের বস্তির লোকজনেরা অতর্কিতে এসে হামলা চালায় তাঁদের ওপর।

Beleghata Chaos: শীতলাপুজোকে কেন্দ্র করে দুই বস্তির ঝামেলা, রণক্ষেত্র বেলেঘাটা
বেলেঘাটায় উত্তেজনা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 8:56 AM
Share

বেলেঘাটা: শীতলাপুজোকে কেন্দ্র করে বেলঘাটায় দুই বস্তির মধ্যে ঝামেলা। বেলাঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের দুই বস্তির মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় আহত বেশ কয়েকজন। ৯৫ নম্বর বস্তির বাসিন্দাদের অভিযোগ, পুজো চলাকালীন পাশের বস্তির লোকজনেরা অতর্কিতে এসে হামলা চালায় তাঁদের ওপর। এরপরই শুরু হয় ঝামেলা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

কী ঘটেছে?

বেলেঘাটা ৩৩ নম্বর ওয়ার্ডের দু’টি বস্তি রয়েছে। ৯৫ নম্বর বস্তি বং ৯১ নম্বর বস্তি। এই দুই বস্তিতেই শীতলা পুজো হচ্ছিল। মঙ্গলবার মধ্যরাতে ৯৫ নম্বর বস্তির বাসিন্দারা অভিযোগ করেন, ৯১ নম্বর বস্তির লোকজন পুজো চলাকানীন তাঁদের উপর হামলা চালিয়েছে। তাঁধের ঘরবাড়ি ভেঙে দেয়। জানতে চায় কেন পুজো করছেন তাঁরা। এরপরই এলাকার যুবকদের সঙ্গে দু’পক্ষের বচসা-ঝামেলা মারামারি হয়।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যে পুলিশ আসতে তাঁদের দিকেও ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। তার জেরে দু’জন পুলিশ কর্মী আহতও হন। এরপর দুই গোষ্ঠী থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা প্রতিবার ঝামেলা করেন। আমরা দাঁড়িয়ে আছি। পুলিশ এসে আমাদেরই তুলে নিয়ে যাচ্ছে। পাড়ার পুজো নিয়ে ঝামেলা। আর কিছুই না। আমাদের প্রচুর মারধর করেছে। আমাদের পাড়ায় পুজোয় আনন্দ হয় সেইটাই ওদের সমস্যা। গান চালানো হয়েছিল। ওরা বলল আওয়াজ কমান। আমরা কমিয়েও দিলাম। পুলিশ শুধু বলছে আপানারা চলে যান। তারপর আমাদের লোকজনকেই ফেলে মারছে।”