ঠিক এক বছর আগে ২০২১ সালের ১৪ জানুয়ারি পথ চলা শুরু করেছিল টিভি নাইন বাংলা নিউজ চ্যানেল। বাংলা সংবাদমাধ্যম জগতে হই হই পড়ে গিয়েছিল সেদিন। নতুন শিশু ভূমিষ্ঠ হলে প্রথমে সে হামাগুড়ি দেয়। তারপর টলমল পায়ে এক পা এক পা করে হাঁটা শেখে। কিন্তু টিভি নাইন বাংলা নিউজ চ্যানেল এমন একটা সময় ‘অন এয়ার’ হয়েছে যখন বিশ্বজুড়ে করোনার থাবা। প্রথম দিন থেকেই চ্যানেলের কাঁধে অনেক দায়িত্ব। সঠিক খবর, সঠিক সময়ে পৌঁছে দিতে দায়বদ্ধ গোটা নিউজ টিম। প্রথম দিন থেকেই তাই ছুট শুরু। আজ টিভি নাইন বাংলা নিউজ চ্যানেলের প্রথম জন্মদিন।
স্টুডিয়ো, নিউজরুম, পিসিআর তৈরিতে তখন টানা দশদিন চোখের পাতা এক করতে পারেননি কেউ-ই। যন্ত্রের আওয়াজ, তুমুল ব্যস্ততার মধ্যেই প্রথম থেকে প্রথম হওয়ার লড়াই শুরু করেছিলেন টিভি নাইন বাংলার কর্মীরা। টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যর কথায়, ‘এক বছর আগে যখন আমরা চ্যানেল শুরু করেছিলাম তখন দ্বিতীয় ঢেউ চলছে কোভিডের। অত্যন্ত কঠিন পরিস্থিতি। আমার স্বীকার করতে কোনও রকম দ্বিধা নেই, যে টিম টিভি নাইন বাংলা পেয়েছে, তাদের সমকক্ষ এই ইন্ডাস্ট্রিতে কেউ নেই।’
কোভিডের ঢেউয়ের মধ্যেই আবার বাংলার বিধানসভা ভোট এসে গেল। ভোটের খবরের সাবধানী ছক পাল্টে দেওয়াই ছিল টিভি নাইন বাংলার প্রথম চ্যালেঞ্জ। দর্শকদের অকুন্ঠ ভালবাসা বুঝিয়ে দিয়েছে নিষ্ঠার সঙ্গে, সফলতার সঙ্গে সে কাজও করে দেখিয়েছে টিভি নাইন বাংলা। ভোটের রেশ কাটতে না কাটতেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল বাংলায়। স্বজনহারাদের হাহাকার, অক্সিজেনের জন্য আর্তনাদে সে এক মড়কের বাংলা! মানুষের পাশে দাঁড়াতে টিভি নাইন বাংলা নিউজ চ্যানেল চালু করল ‘কোভিড হেল্পলাইন’। আশার আলো দেখলেন অসংখ্য অসহায় মানুষ। দর্শকদের যাবতীয় প্রশ্নের উত্তর মিলল সরাসরি চিকিৎসকদের মুখে।
দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কের প্রহরের মাঝেই দুর্যোগের কালো মেঘ ঘনাল বঙ্গোপসাগরের শিয়রে। পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়ল ‘ইয়াস’। প্লাবন, ধ্বংসলীলার প্রতিটা মুহুর্ত তুলে ধরেছে টিভি নাইন বাংলার ক্যামেরা। টিভি নাইন নেটওয়ার্কের সিইও বরুণ দাসের কথায়, ‘এক বছর হয়ে গেল। শুরুতে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমি নিজের কেরিয়ারে ১৫টির বেশি নিউজ চ্যানেল লঞ্চ করেছি। কিন্তু কখনও একটা নির্মীয়মাণ স্টুডিয়ো থেকে চ্যানেল শুরু হয়নি। গত বছরের ১৪ জানুয়ারি ‘আন্ডার কন্সট্রাকশন স্টুডিয়ো’র মধ্য থেকেই লঞ্চ করা হয়েছিল টিভি নাইন বাংলা।’ টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যর মতে, ‘টিভি নাইন বাংলা সঠিক সংবাদ, সঠিক সময়ে, সঠিক গুরুত্ব দিয়ে তুলে ধরবে এবং তা হবে মানুষের জন্য। এটাই আমাদের লক্ষ্য।’