কলকাতা: শুধুই দক্ষতা আর পরিশ্রমই যথেষ্ট নয়, সাফল্য়ের চূড়া ছুঁতে গেলে অনুপ্রেরণা একটা বড় ভূমিকা পালন করে। সেই অনুপ্রেরণাই স্বপ্নের পিছনে, সাফল্যের পিছনে দৌড়নোর শক্তি জোগায়। সমাজে এমন বহু মানুষ আছেন, যাঁদের কাজ আমাদের এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেয়। সেইসব মানুষদের সম্মান জানাতেই TV9 বাংলা আয়োজন করেছে ‘নক্ষত্র সম্মান।’ সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য বললেন ‘যাঁরা সত্যি সত্যি পথ দেখায়, তাঁদের সম্মান জানাতেই বছরের এই একটা বিশেষ দিনকে বেছে নেওয়া হয়েছে।’
অমৃতাংশু ভট্টাচার্য এদিন বক্তব্যের শুরুতেই বলেন, “আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। কিছু ক্ষেত্রে মানুষ সত্য়িই বড্ড একা। আর মানুষের পাশে থাকতে গিয়ে দেখেছি, এর জন্য একটা অদ্ভুত লড়াইয়ের দরকার হয়। অদ্ভুত একটা মানসিকতার প্রয়োজন হয়। অনেক কিছু ভুলে থাকতে হয়, অনেক কিছু ছাড়তে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আর এগুলো যখন করার কথা আমরা ভাবি, তখন মনে হয়, এমন অনেক মানুষ আছেন, যাঁরা সত্যি সত্যি আমাদের পথ দেখান। তাঁদের সবসময় দেখা যায় না। তবে তাঁরা বিভিন্নভাবে আমাদের অনুপ্রাণিত করেন। তাঁদের সম্মান জানিয়ে আর একবার আমরা মানুষর পাশে থাকার রসদ জোগাড় করব।”
যাঁরা কোনও না কোনও ক্ষেত্রে পথ দেখান, তাঁদের ‘রোল মডেল’ বলে উল্লেখ করে অমৃতাংশু ভট্টাচার্য মনে করিয়ে দেন, ১৯৮৩-তে ক্রিকেটে বিশ্বকাপ পাওয়ার ঘটনাটা যেমন একটা ‘রোল মডেল’, রবি ঠাকুরের নোবেল পাওয়াটাও তেমনই একটা ‘রোল মডেল’। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রে এমন কেউ কেউ আমাদের অনুপ্রাণিত করেন, এগিয়ে নিয়ে যান। তাঁদের অনুপ্রেরণাতেই আমরা এগিয়ে যাই। দেশকে এগিয়ে নিয়ে যাই।”
সব শেষে TV9 বাংলার ‘নক্ষত্র সম্মান’ সম্পর্কে ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য বলেন, “এই মানুষদের দেখে সবাই জানবেন, আমাদেরও অনেক কিছু করার আছে।”