কলকাতা: বর্ষার দুপুরে বৃষ্টিস্নাত শহরের অলিতে-গলিতে ঢুঁ মারলেই চোখে পড়ে চেনা-ছবিটা। ফুটবল নিয়ে মেতে উঠেছে কচিকাচার দল। এদিন সেই ফুটবল খেলতে গিয়ে ঘটে গেল বড়সড় বিপত্তি। বর্ষায় রোজই পাড়ায় অন্যান্য খুদেদের সঙ্গে ফুটবল খেলত মহেশতলার নয়ন পটুয়ার (১২)ও সুমিত থাপা (১৪)। এদিন সকাল থেকেই চলছিল খেলা। খেলা শেষে পাশের পুকুরে স্নান করে তারপরই ঘরে ফেরা। কখনও খেলা হত সকালে, কখনও বা বিকালে। এই ছিল রোজকার রুটিন। কিন্তু, এদিন ফুটবল খেলা শেষে পুকুরে স্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
পুকুরে স্নানের জন্য নামলেও আর ওঠা হল না দুই বন্ধুর। জলে ডুবে মৃত্যু হল দু’জনেরই। সূত্রের খবর, দুই নাবালকই গনিপুর শীতলা তলা হাইস্কুলের ছাত্র। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন রোজকার মতো এদিনও এলাকার একটি মাঠে ফুটবল খেলছিল ওরা। তারপরই পুকুরে স্নানে নামে। স্নানে নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যায় সুমিত। তাঁকে বাঁচাতে যায় নয়ন। কিন্তু, সেও তলিয়ে যায়। তাঁদের চিৎকার শুনেই এলাকার বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে।
কিন্তু, শেষ রক্ষা হয়নি। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। দুই নাবালকের আকস্মিক মৃত্য়ুতে শোকে পাথর হয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবারা। শোকের ছায়া গোটা এলাকায়। অন্যদিকে ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে মহেশতলা থানার পুলিশ।