UGC NET: ডার্ক ওয়েব থেকে পাওয়া নেটের প্রশ্ন বিক্রি মেসেজিং প্লাটফর্মে? ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

সুমন মহাপাত্র | Edited By: Soumya Saha

Jun 23, 2024 | 12:00 AM

UGC-NET: ভাইরাল হওয়া এক ভিডিয়োকে কেন্দ্র করে উঠে আসছে, ডার্ক ওয়েব থেকে হাতে পাওয়া প্রশ্ন বিক্রি হয়েছে মেসেজিং প্লাটফর্মের মাধ্যমে। মেসেজিং প্ল্যাটফর্মে নেটের নম্বরের বাড়িয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

UGC NET: ডার্ক ওয়েব থেকে পাওয়া নেটের প্রশ্ন বিক্রি মেসেজিং প্লাটফর্মে? ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: পরীক্ষা নেওয়ার পরই তড়িঘড়ি বাতিল করা হয়েছে এ বছরের জুন মাসের ইউজিসি নেট পরীক্ষা। আর এসবের মধ্যেই উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। ভাইরাল হওয়া এক ভিডিয়োকে কেন্দ্র করে উঠে আসছে, ডার্ক ওয়েব থেকে হাতে পাওয়া প্রশ্ন বিক্রি হয়েছে মেসেজিং প্লাটফর্মের মাধ্যমে। মেসেজিং প্ল্যাটফর্মে নেটের নম্বরের বাড়িয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

ভাইরাল ওই ভিডিয়ো ক্লিপ থেকে উঠে আসছে, ‘নেট পেপার লিক ২০২৪’ নামে একটি অ্যাকাউন্ট ছিল টেলিগ্রামে। সেই টেলিগ্রাম চ্যানেলে ৪ মে থেকে বিভিন্ন কথোপকথন চলছিল। অর্থাৎ, পরীক্ষার আগে থেকেই এই টেলিগ্রাম চ্যানেল তৈরি হয়েছিল। সেখানে দাবি করা হয় ইউজিসি নেটের প্রশ্নপত্র পাওয়া যাবে, তার জন্য টাকা দিতে হবে বলে দাবি করা হয়। প্রয়োজনে নম্বর বাড়িয়ে দেওয়া যাবে, এমনও দাবি করা হয়। যদিও এই ভাইরাল ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। তাঁর কথায়, ‘এটি একটি বড় চক্র। কে এগুলি করছে, সেই ওয়ান-টু-ওয়ান চ্য়াটও বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ সেগুলি মিউট করা থাকছে। ফলে কে এগুলি করছে, তার প্রোফাইল চেক করা যায় না।’

Next Article