কলকাতা: দেশে প্রথমবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে নতুন মেট্রোর রুট। গঙ্গার তলা দিয়ে যাতায়াত করবে মেট্রো। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রায়াল রান। এবার শুধু সময়ের অপেক্ষা। তবে সেই অপেক্ষা আর খুব বেশিদিনের নয় বলে জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা চালু করা হবে বলে জানালেন কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব। এই পরিষেবা চালু হলে, তা কলকাতা শহরের লাইফলাইন হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার সাংবাদিক বৈঠকে মেট্রো কেএমআরসিএল আধিকারিক জানিয়েছেন, ডিসেম্বর মাসে সম্পূর্ণ হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। সম্পূর্ণ হবে গোটা রুট। উভয় দিক থেকে দুটি করে রেক চলবে। প্রাথমিকভাবে এই রুটে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। পরবর্তীতে সেই সময়ের ব্যবধান কমানো হবে বলে জানানো হয়েছে। ওই আধিকারিক উল্লেখ করেন, এই রুট চালু হলে, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনের মাধ্যমে যাতায়াত করা যাত্রীদের বিশেষ সুবিধা হবে।
জানা গিয়েছে, গঙ্গার গভীরতা ১৩ মিটার। তার থেকে আরও ১৩ মিটার নীচে দিয়ে তৈরি করা হয়েছে টানেল। গঙ্গার নীচে মোট ৫০০ মিটার লাইন থাকছে মেট্রোর। এই রুট সম্পূর্ণ করতে গিয়ে বউবাজারে বাধা পেতে হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। লাইনের কাজের জন্য একের পর এক বাড়িতে চিড় ধরে ছড়ায় আতঙ্ক, থেমে যায় কাজ। অবশেষে সেই সব সমস্যা সমাধান করে পরিষেবা চালুর সময়সীমা জানাল মেট্রো কর্তৃপক্ষ।