Amit Shah: ‘শাহি’ সফরসূচিতে ফের বদল, কবে রাজ্যে আসছেন অমিত শাহ?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

May 03, 2022 | 7:26 PM

Amit Shah to visit West Bengal: কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার নালিশ জানাতে অমিত শাহর দরবারে গিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে অমিত শাহর বঙ্গ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

Amit Shah: শাহি সফরসূচিতে ফের বদল, কবে রাজ্যে আসছেন অমিত শাহ?
'শাহি' সফর । ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার নালিশ জানাতে অমিত শাহর দরবারে গিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতারা (West Bengal BJP)। এই পরিস্থিতিতে অমিত শাহর বঙ্গ সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা। তবে ৪ মে রাজ্যে আসছেন না অমিত শাহ। তাঁর সফর সূচিতে বদল হয়েছে। ৪ মে-র পরিবর্তে ৫ মে রাজ্যে আসছেন অমিত শাহ। বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। ৫ তারিখ সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। এরপর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে এক মধ্যাহ্নভোজেও যোগ দেবেন তিনি।

এরপর ওই দিনই দুপুরে তিনি যাবেন শিলিগুড়িতে। সেখানে একটি রোড শো করতে পারেন অমিত শাহ। এরপর একটি জনসভাও হবে শিলিগুড়িতে। ৫ মে রাতে শিলিগুড়িতেই থাকবেন তিনি। এরপর ৬ মে সকালে অমিত শাহ যাবেন তিন বিঘা এলাকা পরিদর্শনে। সেখান থেকে ঘুরে দুপুরে ফিরবেন কলকাতায় । কলকাতায় দুটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। দলের সাংগঠনিক দিকগুলি নিয়ে একটি বৈঠকের পাশাপাশি বিজেপির সাংসদ ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে । এরপর তিনি যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে এক অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, অমিত শাহর এই বঙ্গ সফরের প্রস্তুতি বেশ কয়েকদিন ধরেই চলছিল। গত মাসের মাঝামাঝি সময়েই বাংলার আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ১৬ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল তাঁর। কিন্তু অনিবার্য কারণবশত সেই সফরসূচিতে পরিবর্তন করা হয়। পরে জানানো হয়, মে মাসের ৪ তারিখ বাংলার আসছেন তিনি। তবে এবার ফের একবার সেই সফরসূচিতে বদল করা হল। ৪ মে নয়, ৫ মে রাজ্যে আসছেন অমিত শাহ।

অমিত শাহর উত্তরবঙ্গ সফর নিয়ে তির্যক মন্তব্য করতে ছাড়ছে না তৃণমূলের একাংশ। সেই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার জানিয়েছেন, “উত্তরবঙ্গ যাওয়া অপরাধ নয় তো। কলকাতার থেকে ৩০ কিলোমিটার বাইরে সবাই সমস্যায় রয়েছে। দিনের পর দিন বঞ্চনা চলছে জঙ্গলমহল, পুরুলিয়া… সব জায়গায়। সেগুলি চাপা দিতে তৃণমূল এইসব বলছে।” তবে অমিত শাহ বিজেপি রাজ্য অফিসে যেতে পারেন বলে যে গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই প্রসঙ্গে সুকান্ত বাবু বলেন, “রাজ্য অফিসে আসার পরিকল্পনা এখনও নেই। কলকাতায় সবার সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন আলাদা আলাদা করে।”

Next Article