কলকাতা : কয়েকদিন আগেই বঙ্গ সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। তখনই তিনি বলে গিয়েছিলেন, তিনি আবার আসবেন। সেটা কেবল দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেননি অমিত শাহ। সত্যিই আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাও খুব শীঘ্রই। বঙ্গ বিজেপি সূত্রে খবর, জুনের শেষ অথবা জুলাইয়ের শুরুতেই আবার রাজ্যে আসছেন তিনি। এবার থেকে দুই-তিন মাস অন্তর রাজ্যে আসবেন অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এমনই জানানো হয়েছে বঙ্গে পদ্ম নেতাদের। উল্লেখ্য, কিছুদিন আগে অমিত শাহ যখন রাজ্য সফরে এসেছিলেন, তখন তিনি বার্তা দিয়ে গিয়েছিলেন, বুথ স্তর পর্যন্ত দলের সংগঠনকে মজবুত করতে হবে। বঙ্গের নেতারা যাতে শুধু কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থাকেন, সেই কথা স্পষ্ট করে বলে গিয়েছেন তিনি।
অমিত শাহ দলীয় নেতাদের স্পষ্ট করে দিয়েছেন, রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকারের বক্তব্য। জানিয়ে দিয়েছেন, চাইলেই এভাবে একটি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া যায় না। ৩৫৫ ধারা কিংবা ৩৫৬ ধারা যে রাজ্যে জারি করা যাবে না, সেই কথাও বঙ্গ বিজেপির নেতাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ, লড়াই করাই যে একমাত্র পথ, সেটাই স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। বঙ্গ বিজেপির এখন লক্ষ্য যে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তা নিউটাউনে দলীয় নেতা ও কর্মীদের বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করার কথাও বলেছেন। এই পরিস্থিতিতে ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ।
অর্থাৎ, বিজেপির রাজ্য নেতৃত্বের কাজের উপর এখন থেকে সরাসরি নজর রাখছেন অমিত শাহ। অতীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যে ২০০ পার করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, তা পূরণ হয়নি। কিন্তু তাতে দলীয় কর্মীরা যাতে ভেঙে না পড়েন, সেই বার্তা দিয়েছেন অমিত শাহ। আবার শূন্য থেকে শুরু করতে বলেছেন তিনি। বুথ কমিটি তৈরি করে লড়াইয়ের কথা বলেছেন। সেই শাহী বার্তার কতটা বাস্তবায়ন হচ্ছে বাংলায়, সেই সব এবার তদারকি করবেন তিনি নিজেই।