Amit Shah: রবীন্দ্র জয়ন্তীতে ফের বঙ্গসফরে অমিত শাহ, যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও

Pradipto Kanti Ghosh | Edited By: অংশুমান গোস্বামী

Apr 19, 2023 | 8:46 PM

Amit Shah in West Bengal: বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৮ মে বঙ্গ সফরে আসতে পারেন শাহ। সে দিন পশ্চিমবঙ্গে একটি জনসভাও করবেন তিনি। তবে কোথায় সেই জনসভা হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে।

Amit Shah: রবীন্দ্র জয়ন্তীতে ফের বঙ্গসফরে অমিত শাহ, যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও
বঙ্গ সফরে অমিত শাহ

Follow Us

কলকাতা: চৈত্র সংক্রান্তিতে বঙ্গ সফরে এসে পয়লা বৈশাখের সকালে ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈশাখ মাসেই আরও এক বার বঙ্গসফরে আসতে পারেন অমিত শাহ। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শাহ থাকতে পারেন কলকাতায় যোগ দিতে পারেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৮ মে বঙ্গ সফরে আসতে পারেন শাহ। সে দিন পশ্চিমবঙ্গে একটি জনসভাও করবেন তিনি। তবে কোথায় সেই জনসভা হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানা গিয়েছে। তবে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর দুই লোকসভা কেন্দ্রকে জুড়বে এ রকম কোনও স্থানেই এই জনসভা হবে বলে বিজেপি সূত্রে খবর। কর্নাটক থেকে এসে সরাসরি এই জনসভায় যোগ দেবেন শাহ। পরের দিন অবশ্য তাঁর সমস্ত কর্মসূচি থাকবে কলকাতায়।

৮ মে পশ্চিমবঙ্গে এসে একটি জনসভা করবেন শাহ। পরের দিন অর্থাৎ ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ওই দিন সকালে অমিত শাহ যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সেখানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকালে সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অপর এক অনুষ্ঠানেও শাহ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ১৪ এপ্রিল বঙ্গ সফরে এসে বীরভূমের সিউড়িতে একটি জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই জনসভা থেকে ২০২৪ সালের নির্বাচনে বাংলা থেকে ৩৫টি আসন জেতার লক্ষ্য বেঁধে দেন শাহ। এই লক্ষ্য পূরণ হলে তৃণমূল সরকারের তৃতীয়বারের মেয়াদ পূর্তির আগেই সরকার ফেলে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন।

ওই দিন সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে দলীয় নেতার সঙ্গে বৈঠক করেন শাহ। সেই বৈঠকেই বৈশাখে ফের বঙ্গসফরে আসার বার্তা দিয়েছিলেন শাহ। রবীন্দ্রজয়ন্তীর বিষয়টিও উঠে এসেছিল তাঁর কথায়। বাংলার বিভিন্ন মনীষীদের নিয়ে উৎসবে যোগ দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাম্প্রতিক অতীতে প্রায়শই দেখা গিয়েছে এই ছবি। গত বিধানসভা নির্বাচনেও বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত বলে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বহিরাগতর তকমা ঝেড়ে ফেলে বাঙালির নিজের হয়ে ওঠার চেষ্টা যে বিজেপি করছে বলে মত রাজনৈতিক মহলের। শাহের এই সফর ঘিরেও একই মত তাঁদের।

Next Article