কলকাতা: দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান। একদিকে নিয়োগ চেয়ে মধ্যরাতে যখন পুলিশি তৎপরতার মুখে পড়তে হল টেট চাকরিপ্রার্থীদের, তখন অবশেষে ইন্টারভিউয়ে বসার সুযোগ পাচ্ছেন উচ্চ প্রাথমিকের ১৫৮৫ জন। আদালতের নির্দেশে আচার্য সদনে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার। এসএসসির নতুন ভবনে ইন্টারভিউ হওয়ার কথা ছিল। কিন্তু পরে স্থান পরিবর্তন হয় আন্দোলনের জেরে। এখন নিজস্ব অফিসেই হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া।
১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের ডাকা হয়েছে
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন। । দুর্নীতির অভিযোগে ২০১৯-এ মেধা তালিকা বাতিল করেছিল হাইকোর্ট। ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে ১৫৮৫জনের ইন্টারভিউয়ের ব্যবস্থা করে কমিশন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৩০ জানুয়ারি এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালের ১৬ অগস্ট পরীক্ষা হয়। ফল প্রকাশিত হয় ২০১৬ সালে । তারপরও দু’বার ইন্টারভিউ হয়। দু’বার মেধাতালিকা বেরোলেও, আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়। অসংখ্য মামলা ও শুনানি পরে ২০২০ সালের ১১ ডিসেম্বর আদালতের নির্দেশ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মেধা তালিকা ও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। তারপর দীর্ঘ অপেক্ষা। আদালতের নির্দেশে আচার্য সদনে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার। কমিশন মনে করছে, ১৫০০-এর বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে বেশি হলেও ৭ দিন সময় লাগবে। ইন্টারভিউ শেষের পর মেধাতালিকা প্রকাশের জন্য আদালতের কাছে ফের আবেদন করা হবে। সূত্রের খবর, আদালত তা মঞ্জুর করে দিলেই নভেম্বরের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেবে এসএসসি।
এদিকে যখন ২০১৪ সালে টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা তাঁদের হকের চাকরির আন্দোলন চালিয়ে পুলিশি অভিযানের মুখে পড়েছেন, তখন নিঃসন্দেহে এটা বড় খবর।