E nuggests Case: কোটি কোটি টাকা উদ্ধারের পর অবশেষে গ্রেফতার উল্টোডাঙার রুমেন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 21, 2022 | 10:31 AM

E nuggests Case: উদ্ধার হয়েছে দেড় কোটি টাকা ও এই ঘটনায় হাওয়ালা যোগ থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের।

E nuggests Case: কোটি কোটি টাকা উদ্ধারের পর অবশেষে গ্রেফতার উল্টোডাঙার রুমেন

Follow Us

কলকাতা : মোটর ট্রেনিং স্কুলের আড়ালেই চলছিল জালিয়াতি। বুধবার সেখানে হানা দিয়েই কোটি কোটি টাকার হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক কোটি টাকার বিটকয়েনেরও সন্ধান মেলে। এবার সেই ঘটনায় রুমেন আগরওয়ালকে গ্রেফতার করা হল। ই-নাগেটস গেমের নামে জালিয়াতির ঘটনাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতভর তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। বিপুল টাকার হদিশ পাওয়ার পরে তাঁকে আটক করে নিয়ে আসা হয় থানায়। এবার তাঁকে গ্রেফতার করা হল।

রুমেনকে আটক করে নিয়ে এসে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গার্ডেনরিচের আমির খানের গেমিং অ্যাপ চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগ থাকতে পারে বলে প্রথম থেকেই সন্দেহ করা হয়েছিল রুমেনের বিরুদ্ধে। সেই টাকাও রুমেনের সংস্থার বিভিন্ন খাতে ব্যবহৃত হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। গার্ডেনরিচ ও উল্টোডাঙা থেকে টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭০ কোটির। ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে বলেও অনুমান।

বুধবার দুপুরে উল্টোডাঙার একটি বহুতল আবাসনে অভিযান চালায় ইডি। সেখানেই রয়েছে রুমেনের ট্রেনিং স্কুল। রাতভর সেখানেই ছিলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার ভোর পাঁচটায় বেরিয়ে আসেন তাঁরা। শুধু টাকা নয়, উল্টোডাঙার ফ্ল্যাটের আলমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য উদ্ধার করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ।

এই জালিয়াতি-কাণ্ডে আমির খানের বাড়ি থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, তাতেই তাক লেগে গিয়েছিল কলকাতাবাসীর। বাড়ির খাটের তলা থেকে প্রথমে ১৭ কোটি টাকার বেশি উদ্ধার হয়। পরে খোঁজ মেলে ক্রিপ্টোকারেন্সির।

Next Article