Free Treatment Kolkata: সরকারি কর্মীদের জন্য সুখবর, চিকিৎসার খরচ নিয়ে বড় ঘোষণা নবান্নের

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2023 | 10:40 AM

Free Treatment Kolkata: মূলত সরকারি কর্মীদের জন্যই এই স্বাস্থ্য প্রকল্প রয়েছে। ফলে সরকারি কর্মী, পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এই পরিষেবা দেওয়া হবে।

Free Treatment Kolkata: সরকারি কর্মীদের জন্য সুখবর, চিকিৎসার খরচ নিয়ে বড় ঘোষণা নবান্নের
এসএসকেএম হাসপাতাল
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চিকিৎসায় লাগবে না কোনও খরচ! ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা। ২ লক্ষ টাকার বেশি খরচ হলে, তা হাসপাতালের নিয়ম মেনেই দিতে হবে সরকারি কর্মীকে। সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, শুধুমাত্র একটি সরকারি হাসপাতালে আপাতত চালু হচ্ছে এই পরিষেবা। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে।

মূলত পশ্চিমবঙ্গ হেল্থ স্কিম নামে যে সরকারি যোজনা আছে, তার আওতায় থাকলে এই সুবিধা পাওয়া যাবে। মূলত সরকারি কর্মীদের জন্যই এই স্বাস্থ্য প্রকল্প রয়েছে। ফলে সরকারি কর্মী, পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত চালু থাকছে এই ব্যবস্থা।

চিকিৎসার খরচ ২ লক্ষ টাকার বেশি হলে তা দিতে হবে রোগীর পরিবারকে। সে ক্ষেত্রে কোন খাতে কত খরচ লাগবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বড় কেবিনে থাকার জন্য প্রতিদিনের খরচ ৪০০০ টাকা। একক ছোট কেবিনের খরচ ২৫০০ টাকা, দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের খরচ ২০০০ টাকা। সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। তবে, দামী ওষুধ হাসপাতালের স্টোরে অমিল হলে, তা বাইরে থেকে কিনতে পারেন রোগীর পরিজনেরা। খাবার খরচ ও আয়ার খরচ আলাদা। দৈনিক খাওয়ার খরচ ৩৩৬ টাকা ও দৈনিক আয়ার খরচ ৭৫০ টাকা।

যদি এসএসকেএম-ওর ওই ওয়ার্ডে চিকিৎসা চলাকালীন যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তাহলে সঙ্গে সঙ্গে দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। যদি কোনও খরচ বাকি থাকে, তাহলে তার বিল সরাসরি পাঠিয়ে দেওয়া হবে অর্থ দফতরে। নবান্নের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের সর সরকারি কর্মীরা। উল্লেখ্য, উডবার্ন ওয়ার্ডে রয়েছে মোট ৩৫টি কেবিন। এছাড়া প্রয়োজনে সিসিইউ ও আইসিইউ-তে পরিষেবা দেওয়া হবে কর্মীদের।

Next Article