প্রশ্নপত্রে ফের রাজনীতি! রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় সাভারকরের নাম, বাদ গেল না ‘সবুজ সাথী’

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 23, 2021 | 7:10 PM

কেন্দ্রের প্রতিযোগিতামূলক পরীক্ষা 'ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে'র প্রশ্নপত্রে উল্লেখ ছিল ভোট সন্ত্রাসের। এ বার রাজ্যের পরীক্ষায় প্রশ্নপত্রে সাভারকরের নাম।

প্রশ্নপত্রে ফের রাজনীতি! রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় সাভারকরের নাম, বাদ গেল না সবুজ সাথী
এই সেই প্রশ্নপত্র

Follow Us

কলকাতা: ফের প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নপত্রে রাজনীতির ছাপ। রাজ্য সরকারের সিভিল সার্ভিস পরীক্ষায়  উঠে এল সাভারকরের (VD Savarkar) নাম। এর আগে কেন্দ্রের পরীক্ষাতেও রাজনৈতিক প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এ বার প্রশ্ন উঠল রাজ্য সরকারের পরীক্ষায়। কেন্দ্রের প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে’র (UPSC) প্রশ্নপত্রে উল্লেখ ছিল ভোট সন্ত্রাসের। শুধ তাই নয়, কৃষক আন্দোলন নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছিল। আর এ বার রাজ্যের সিভিল সার্ভিস অর্থাৎ ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষায় প্রশ্ন হিসেবে ছিল, জেলে বসে মার্সি পিটিশন দিয়েছিলেন কে? আর সেই প্রশ্নের উত্তরের অপশন হিসেবে রয়েছে সাভারকরের নাম। শুধু তাই নয়, সরকারি প্রকল্প সবুজ সাথী প্রকল্পের কথাও রয়েছে অপর একটি প্রশ্নে।

গতকাল, রবিবারই ছিল ডব্লুবিসিএস পরীক্ষা। সেই প্রশ্নপত্র নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষায় প্রশ্ন ছিল, ‘কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন বা ক্ষমা প্রার্থনা করেন?’ তার চারটি বিকল্প উত্তর হিসেবে দেওয়া ছিল, ‘ভি ডি সাভারকর’, ‘বি জি তিলক’, ‘শুকদেব থাপার’ ও ‘চন্দ্রশেখর আজাদ’। আর সেই উত্তর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, ‘সাভারকর কখনও মুচলেকা দেননি।’ রাজনৈতিক উদ্দেশে এই প্রশ্ন করা হয়েছে বলে দাবি সায়ন্তনের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস রায় এই প্রসঙ্গে বলেছেন, ‘যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও পরীক্ষার দায়িত্বে ছিলেন তাঁরাই জবাব দিতে পারবেন।’

এ দিকে একই পরীক্ষায় বিতর্ক তৈরি হয়েছে আরও একটি প্রশ্ন নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইটে একটি প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছেন। প্রশ্নে লেখা ছিল, ‘পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণিতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়।’ এই প্রশ্নেই আপত্তি শুভেন্দুর। তিনি লিখেছেন, ‘ইউপিএসসি পরীক্ষা প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আর এখন ডব্লুবিসিএস পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারি স্কিমের বিজ্ঞাপন করছে।’

এর আগে ইউপিএসসি-র পরীক্ষায় উঠে এসেছিল বাংলার ভোট-সন্ত্রাসের প্রসঙ্গ। রচনাধর্মী বিষয়ে লিখতে দেওয়া হয়েছিল ‘কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত’।
অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায় বাংলার ‘ভোট-সন্ত্রাস’ নিয়ে ২০০ শব্দের রিপোর্ট লিখতে বলা হয়েছিল। রাজ্যে হোক বা কেন্দ্রে, বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন রাজনীতির ছপ দেখা যাচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন। আরও পড়ুন: পুজোর মুখেই চরমে ‘থার্ড ওয়েভ’! রিপোর্ট জমা পড়ল প্রধানমন্ত্রীর দফতরে

Next Article