মহীরূহ পতন! করোনা কাড়ল Tv9 বাংলার প্রথম এডিটর বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে
৩৫ বছরের সাংবাদিক জীবনে বহু সংবাদমাধ্যমের অন্যতম পথ প্রদর্শক হিসেবে স্মরণীয় অঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলা সংবাদমাধ্যমে।
করোনায় আক্রান্ত হওয়ায় বেশ কিছুদিন ধরেই বাইপাসের পাশের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনবাবু। পরে করোনা নেগেটিভও হয় তাঁর। কিন্তু শেষ পর্যন্ত লড়াই থেমে গেল এই দাপুটে সাংবাদিকের। রবিবার রাত ৯টা ২৫ মিনিটে মৃত্যু হয় তাঁর।
মেধাবী ছাত্র ছিলেন অঞ্জনবাবু। সাংবাদিকতার কেরিয়ার শুরু আনন্দবাজার পত্রিকায়। প্রিন্ট থেকে বৈদ্যুতিন সংবাদমাধ্যম, সবেতেই তাঁর অবাধ বিচরণ। সাড়ে তিন দশকের সাংবাদিক জীবনে কাজ করেছেন বাংলার প্রথম সারির সংবাদমাধ্যমগুলিতে। সেই তালিকায় রয়েছে যুগান্তর, আজকাল, ই-টিভি বাংলা। জি মিডিয়া যখন বাংলা চ্যানেল ২৪ ঘণ্টা লঞ্চ করে তখন তাঁর প্রথম সারির কর্মীদের মধ্যে ছিলেন তিনি। বর্তমানে সেখানকারই চিফ এডিটর ছিলেন তিনি। এর মাঝের কয়েক বছর এবিপি ডিজিটালের সম্পাদক হিসেবে দাপিয়ে কাজ করেছেন। TV9 বাংলার প্রথম এডিটর হিসেবে কাজ করেছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়।
সম্পর্কে রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া সর্বস্তরে। ফেসবুকে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী বহু রাজনৈতিক নেতা ও সাংবাদিক।