‘ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা’, প্রকাশ্যে শিবপ্রসাদকে হুমকি!চুপ থাকলেন না পরিচালক পত্নী জিনিয়া

দেব ফ্যান পাওয়ার জানিস!', 'দেবদার সঙ্গে ছবি রিলিজ় করা বন্ধ কর'--- এমনই একের পর এক হুমকি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আচমকা সোশ্যাল মিডিয়ায় পরিচালককে নিয়ে কেন এমন মন্তব্য?

'ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা', প্রকাশ্যে শিবপ্রসাদকে হুমকি!চুপ থাকলেন না পরিচালক পত্নী জিনিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 11:24 AM

‘দেব ফ্যান পাওয়ার জানিস!’, ‘দেবদার সঙ্গে ছবি রিলিজ় করা বন্ধ কর’— এমনই একের পর এক হুমকি পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আচমকা সোশ্যাল মিডিয়ায় পরিচালককে নিয়ে কেন এমন মন্তব্য? ২০২৪ সালের পুজোর সময় বক্স অফিসে দেব অভিনীত ও প্রযোজিত ছবি ‘টেক্কা’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও অভিনীত ছবি ‘বহুরূপী’ একে অপরের সঙ্গে মুখোমুখি হয়েছিল। সেই সময় বক্স অফিসে টেক্কাকেও রীতিমতো ছাপিয়ে গিয়েছিল বহুরূপী। তবে এখন দেবের ‘খাদান’ সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে।

এবার এক দেব অনুরাগী সরাসরি শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আক্রমণ করেছেন। সেই পোস্ট চিত্রনাট্যকার জিনিয়া সেনের চোখে পড়ার পরেই তিনি সরব হয়েছেন সমাজমাধ্য়মের পাতায়। তাঁর অবশ্য আরও একটা পরিচয় রয়েছে। তিনি পরিচালক শিবপ্রসাদের স্ত্রীও। পরিচালকের নাম করে তাঁকে কটূক্তি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন জিনিয়া। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট পোস্ট করেছেন, যেখানে টলিউডের বেতাজ বাদশা নামক এক প্রোফাইল থেকে শিবপ্রসাদকে গালিগালাজ করা হয় এবং দেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করার হুমকি দেওয়া হয়। হুমকির মধ্যে বলা হয়, “দেব ফ্যানের ক্ষমতা কী জানিস না। ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নইলে দেবের ফ্যানরা শুধরে দেব।”

জিনিয়া সেন এই পোস্ট শেয়ার করে লিখেছেন, “ফ্যান ক্লাবের নোংরামো, থ্রেট দেওয়া তো সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ হয়ে গেছে। সমানে ট্রোল করা, রিলিজের দিন থেকে লাগাতার কুমন্তিব্য, কাউন্টার ভোটিং আমাদের ছবিকে ভাল ফল করা থেকে আটকাতে পারেনি, আগামীতেও পারবে না সে যতই আইটি সেল এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হয়। পুষ্পা যেমন বলেছে হাম ঝুঁকেগা নেহি।”

বহু নেটিজেন এই ধরণের আক্রমণকারীদের বিরোধিতা করেছেন। একজন মন্তব্য করেছেন, “বানানের বহর দেখেই সব বোঝা যাচ্ছে,” আর একজন লিখেছেন, “এঁরা নিজেদেরই ছোট করছে।”

উল্লেখ্য, ‘বহুরূপী’ ছবিটি ৮ অক্টোবর মুক্তি পেয়েছে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়। ছবিটি একটি বাস্তব ব্যাংক ডাকাতের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে বহুরূপী চরিত্রের গল্পও দক্ষভাবে তুলে ধরা হয়।