AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raja Bazar Science College: সন্ধ্যা হলেই রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে ‘রঙিন কারবার’

Raja Bazar Science College: সন্ধ্যা হলেই নাকি কলেজের ইউনিয়ন রুমকে নিজের 'ব্যক্তিগত সম্পত্তি' বানিয়ে ফেলতেন এই ছাত্রনেতা। বসত মদের আসর। আসত অনুগামীরা। পার্টি চলত রাত অবধি। আর সেই অন্দরের ছবিই এবার এল টিভি৯ বাংলার হাতে।

Raja Bazar Science College: সন্ধ্যা হলেই রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে 'রঙিন কারবার'
Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jul 08, 2025 | 1:49 PM
Share

কলকাতা: এ যেন সুতোর মতো ধীরে ধীরে বুনছে। কখনও বালুরঘাট, কখনও কসবা, এবার আবার রাজাবাজার সায়েন্স কলেজ। রাজ্যের নামী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে ‘রঙিন কারবার’। বসে মদের আসর। রাত অবধি চলে পার্টি।

কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজাবাজার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা প্রাক্তন জিএস গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে কলেজের ইউনিয়ন রুমে আগেও মদ্যপানের অভিযোগ তুলেছিলেন অনেকেই। সন্ধ্যা হলেই নাকি কলেজের ইউনিয়ন রুমকে নিজের ‘ব্যক্তিগত সম্পত্তি’ বানিয়ে ফেলতেন এই ছাত্রনেতা। বসত মদের আসর। আসত অনুগামীরা। পার্টি চলত রাত অবধি। আর সেই অন্দরের ছবিই এবার এল টিভি৯ বাংলার হাতে।

তবে গৌরব নিজের ‘দাপট’ মদের বোতলের মধ্যেই সীমিত রেখেছেন এমনটা মোটেই নয়। এর আগেও তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ জানিয়েছিল পড়ুয়ারা। বছর কতক আগেই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককেও চড় মারার অভিযোগ উঠেছিল এই গৌরবের বিরুদ্ধে। সেই সময় দু’বছরের জন্য তাকে বহিষ্কারও করা হয়। পরে সেই জল গড়ায় আদালতে। বছর কতক কাটতেই পিএইচডি-তে ভর্তি হয়ে কলেজে ফিরে আসে সে। শুরু হয় ‘দৌরাত্ম্য’। অবশ্য, এই মদের আসর বসানোর অভিযোগকে একেবারে নস্যাৎ করেছেন গৌরব।

এদিন ছাত্রনেতা বলেন, ‘আপনারা যে কাউকে জিজ্ঞাসা করুন। এরকমটা কখনওই হয় না। ইউনিয়ন রুমে এসি থাকায় ওখানে অধ্যাপকরাও এসে বসতেন। এটা খুঁচিয়ে হেনস্থা করার চেষ্টা।’