VistaDome Coach: কামরা পিছনে ফেলে এগিয়ে গেল ভিস্তা ডোমের ইঞ্জিন, বড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Aug 25, 2023 | 5:30 PM

Siliguri: ভারতীয় রেল বিভিন্ন রুটেই অত্যাধুনিক ট্রেন চালাচ্ছে। পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার্সসুন্দরীর সৌন্দর্য ট্রেনে বসেই উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে।

VistaDome Coach: কামরা পিছনে ফেলে এগিয়ে গেল ভিস্তা ডোমের ইঞ্জিন, বড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা
এরকমই কোচ ভিস্তা ডোমের। প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভিস্তা ডোম স্পেশাল। শুক্রবার সকালে কাপলিং খুলে বেশ কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। এদিকে পিছনে দাঁড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীবোঝাই বগিগুলি। এদিন সকাল ৯টা ১০ মিনিট নাগাদ আলিপুরদুয়ারমুখী ভিস্টা ডোমে এই বিপত্তি ঘটে। নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। ইঞ্জিনের ঠিক পিছনের বগি থেকে তা আলাদা হয়ে যায়। যদিও যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। ৯টা ২৩ মিনিটের মধ্যে কাপলিং মেরামতি করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

ভারতীয় রেল বিভিন্ন রুটেই অত্যাধুনিক ট্রেন চালাচ্ছে। পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার্সসুন্দরীর সৌন্দর্য ট্রেনে বসেই উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে। এই কোচের ছাদ কাচের। বিশাল কাচের জানালা। বসার আসনও ইচ্ছেমতো ১৮০ ডিগ্রি অবধি ঘোরাতে পারেন যাত্রী। অত্যন্ত আরামদায়ক ট্যুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম কোচবিশিষ্ট ট্রেনের এই সফর। এখন উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়।

এদিন যে ট্রেনটির কাপলিং খুলে যায়, বহু পর্যটক ছিলেন সেখানে। ইঞ্জিন থেকে কোচটি আলাদা হতেই হইচই পড়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বড় কোনও বিপদ হতে পারত বলে আশঙ্কা যাত্রীদের। কীভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে রেল।

Next Article