Puri Special Train: পুজোয় পুরী যেতে চান? স্পেশ্যাল ট্রেন নিয়ে এল রেল

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Oct 18, 2023 | 7:30 PM

Puri Special Train: ট্রেনগুলি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। ইতিমধ্য়েই এই স্পেশ্যাল ট্রেনগুলির বুকিং শুরু হয়ে গিয়েছে। পিআরএস ও ইন্টারনেটে কাটা যাচ্ছে টিকিট। তবে এই ট্রেনগুলির কোনও টিকিটে কোনও ছাড় মিলবে না বলে জানা যাচ্ছে।

Puri Special Train: পুজোয় পুরী যেতে চান? স্পেশ্যাল ট্রেন নিয়ে এল রেল
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: পুজোর মুখে ভ্রমণবিলাসীদের জন্য আগেই সুখবর শুনিয়েছে ভারতীয় রেল। চলছে শিয়ালদহ-হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেন। কয়েকদিন আগেই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। এবার পুরী জন্য চলবে স্পেশ্য়াল ট্রেন। সপ্তমী থেকে একাদশী পর্যন্ত শিয়ালদহ থেকে চলবে এই স্পেশ্যাল ট্রেন। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে। তাতেই জানা যাচ্ছে শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। পুরী পৌঁছাবে পরদিন ভোর ৪টে ১৫ মিনিটে। 

রবিবার ০৩১০২ পুরী-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন ছেড়ে আসবে কলকাতার উদ্দেশে। ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ১১৫ মিনিটে। শিয়ালদহে ঢুকবে রাত ২টো নাগাদ। ট্রেনগুলি হবে শীততাপ নিয়ন্ত্রিত। ইতিমধ্য়েই এই স্পেশ্যাল ট্রেনগুলির বুকিং শুরু হয়ে গিয়েছে। পিআরএস ও ইন্টারনেটে কাটা যাচ্ছে টিকিট। তবে এই ট্রেনগুলির কোনও টিকিটে কোনও ছাড় মিলবে না বলে জানা যাচ্ছে। একইসঙ্গে তৎকাল টিকিটও কাটা যাবে না বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পুজোর মুখে যাঁরা পুরী যেতে উৎসাহী থাকেন তাঁদের জন্যই এই ট্রেন চালানো হচ্ছে। একইসঙ্গে তিনি এও বলছেন, এই ট্রেনগুলির মাধ্যমে সহজে, আরামদায়কভাবে পুরী পৌঁছাতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত, রেলের তরফে আগেই জানানো হয়েছে 03103 শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। একই ট্রেন পরের দিন ফের ধরবে ফিরতি পথ।

Next Article