Fake Vaccination: বাবাকেও ভুয়ো ভ্যাকসিন? দেবাঞ্জনের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়!

সৈকত দাস |

Jun 25, 2021 | 10:49 PM

ভুয়ো টিকা শিবির-কাণ্ডে (Fake Vaccine Case) ধৃত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে আরও এক অভিযোগ। বাবাকেও ভুয়ো ভ্যাকসিন দিয়েছিলেন?

Fake Vaccination: বাবাকেও ভুয়ো ভ্যাকসিন? দেবাঞ্জনের বিরুদ্ধে জমছে অভিযোগের পাহাড়!
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: কসবা ভুয়ো টিকা শিবির-কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। উঠে আসছে অভিযোগের পর অভিযোগ। এই প্রেক্ষিতে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠল এই ভুয়ো আইএএস অফিসারের বিরুদ্ধে। নিজের বাবাকেও কি এই ভুয়ো করোনা টিকা দেন দেবাঞ্জন? উঠছে প্রশ্ন।

কীর্তিমান ছেলে বাবাকেও কি ভুয়ো টিকা দিয়েছিলেন? নাকি তাঁকে অন্তত ঠিক প্রতিষেধক দিয়েছিলেন? জানা গিয়েছে, দেবাঞ্জনের বাবা মনোরঞ্জন দেব এই ভুয়ো টিকা শিবির কাণ্ডের ঘটনা যেদিন প্রকাশ্যে আসে তার মাত্র তিন দিন আগে প্রতিষেধক নিয়েছিলেন। এবং সেই ভ্যাকসিন তিনি নিয়েছেন ছেলের ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই। সাংসদ মিমি চক্রবর্তী ও কসবার ওই টিকা কেন্দ্রে আসা অন্যান্যদের মতো তাঁর বাবাও কোন শংসাপত্র দেওয়া হয়নি। বাবা নাকি এ নিয়ে প্রশ্ন করলে ছেলে বুঝিয়েছিলেন পরে কাগজপত্র পেয়ে যাবেন।

মনোরঞ্জনবাবুও ছেলের ওপর অগাধ বিশ্বাস থেকে আর কাগজপত্র নিয়ে প্রশ্ন করেননি বলে পরিবার সূত্রে খবর। টিকার জন্য রেজিস্ট্রেশন, শংসাপত্র কিছুই নেননি তিনি। এখন কসবার ওই নকল ভ্যাকসিন ক্যাম্প থেকে বাবাকেও কি জাল প্রতিষেধক দিয়েছিলেন দেবাঞ্জন? উঠছে প্রশ্ন।

যদি ভেজাল প্রতিষেধকই দিয়ে থাকেন,তবে শুধু যাদবপুরের সাংসদ, নর্থ সিটি কলেজের অধ্যাপক থেকে সাধারণ মানুষকেই নয় বাবাকেও প্রতারিত করেছেন দেবাঞ্জন! অর্থাৎ, পরিবারকেও প্রতারণা করতে পিছপা হননি তিনি।

আরও পড়ুন: Fake Vaccination: ভুয়ো টিকা-কাণ্ডে চাপ বাড়িয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, সিবিআই তদন্ত চাইছে বিজেপি 

এদিকে দেবাঞ্জন পুলিশের কাছে দাবি করেন, মা ও মাসিকেও নিজের ক্যাম্প থেকেই টিকা দিয়েছিলেন। তবে তাঁর মা বন্দনা দেব জানিয়েছেন, তিনি ও মেয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেন। ছেলের ক্যাম্পে যাননি তিনি। স্বামীকেও বলেছিলেন টিকা নিতে যেতে। কিন্তু তিনি জানান, ছেলের টিকা শিবির থেকেই প্রতিষেধক নেবেন। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা সবাই এখন সুস্থই রয়েছেন।

আরও পড়ুন: Kolkata Police on Fake Vaccine: ক্রিকেট টিমও কিনতে চেয়েছিল দেবাঞ্জন! কসবা কাণ্ডে সিট গঠন লালবাজারের 

Next Article