কলকাতা: বৃহস্পতিবার সকাল-সকাল বিপত্তি শহরের একাংশে। জলের পাইপ লাইন ফেটে গিয়ে চরম ভোগান্তিতে দমদম পার্ক এলাকার বাসিন্দারা। গলগল করে বেরিয়ে যাচ্ছে পানীয় জল। পাইপটি এতটাই ফেটেছে যে দোতলা বাড়ির সমান উঁচু হয়ে জল বেরিয়ে চলছে অনবরত। এইভাবে জলের অপচয় হলে পরবর্তীতে খাবার জল পাবেন কি না আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা।
দমদম পার্কের যোশোর রোড কানেক্টরে এই ঘটনা ঘটেছে। যার জেরে দক্ষিণ দমদম পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষ খাবার জল পাবেন কি না আশঙ্কায় ভুগছেন। অবিলম্বে ওই পাইপ লাইন মেরামতি করা হোক বলে দাবি তুলছেন সাধারণ মানুষ। খবর দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পৌরসভাকে। জল বন্ধ করে অবিলম্বে মেরামতির কাজ শুরু করুক পৌরসভা চাইছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে স্থানীয় এক মহিলা বলেন, “এটা আমাদের যাতায়াতের রাস্তা। হাঁটাচলা করতে পারছি না। ভিজে যাচ্ছি পুরো। খুব দ্রুত সারানো প্রয়োজন।” আর এক বাসিন্দা বলেন, “একে এই গরম। তারপর যদি এই ভাবে জল নষ্ট হয় পরে তো খাবারের জল পাব না।”